আমি যে কোন শর্তে ফিরে পেতে চাই আমার সেই ঈদ,
নতুন জামা বিহীন পুরোনো জামার ঈদ।
একটি মাত্র লাল মোরগের জবাই, কক কক শব্দ করে নেতিয়ে পড়া-
তার গোসত বানাতে বাবার ব্যাপক আয়োজন
কলাপাতা কাঠের মুগুর দা-বটি চিৎকার চেঁচামেচি,
মা'র আদা-জিরা বাঁটা, আমাদের ৯ ভাই বোনের তাকিয়ে তা দেখা। তারপর সেই মোরগের ঝোল দিয়ে গরম গরম মোটা চালের ভাত
একটা দুটা আতশবাজি, বিকেল বেলা মামা বাড়ি।
রাতে ক্লান্ত শরীরে বিছানায় গড়াগড়ি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




