অইটা কোন জাতের গরু? এ প্রশ্নের দ্বারা কি কি প্রকাশ পায়। আসুন ভেবে দেখি। যেহেতু গরুটা খুব স্বাস্থ্যবান পিট ও পেটের ওপর তিন থেকে চারটা ডোরাকাটা দাগ আছে গ্রীবাটা লম্বা হাটা চলায় অভিজাত সুতরাং এটা অষ্ট্রেলিয়ান জাতের গরু। না এাঁ মোটেও অষ্ট্রেলিয়া থেকে আনা হয়নাই অরিজিন গত ভাবে এাঁ অষ্ট্রেলিয়ান মানে এই জাতের গরু সাধারণত অষ্ট্রেলিয়ায় দেখা যায়। গরুটার ওপর অষ্ট্রেলিয়ার আবহাওয়া আর খাদ্যেও কি প্রভাব আছে সেটা গুপ্ত বিষয়।
ঊাংলা মুলুকে কয়টা জাতি বসত কওে। বাঙ্গালী, বাংলাদেশী, বাঙ্গালী মুসলমান, বাঙ্গালী হিন্দু, নিম্নভিত্ত, মধ্যবিত্ত, বি এন পি, আওয়ামীলীগ, চারদলীয় জোট ও চোদ্দ দলীয় জোট জাতি সমূহ। এই প্রশ্নটা আমার মনে হঠাৎ উদয় হয়। খালেদা, হাসিনা, অথবা যারা যারা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবার মতা রাখেন। যেমন কিছুদিন আগে বিদায়ী শাসকগোষ্ঠীর প্রধান খালেদা জাতীর উদ্দেশ্যে ভাষণ দিলেন। তার ভাষণে বুঝা যায় তিনি জাতি বলতে বোঝেন বি এন পি জাতি বা চারদলীয় জোটজাতি। মতায় থাকা কালিনও আমরা তাই দেখেছি। তিনি জাতির যে উন্নতি কওেছেন আর নিত্য মিডিয়াতে যে নিজের গুন নিজে গেয়েছেন সেটা আমরা দেখেছি। এসব দেখে জাতি সম্পর্কে আমাদেও নতুন নতুন ধারনা তৈরী হয়েছে। সন্দেহ নাই নৃতাত্তিকরা প্রাণী জগতের অনেক আদিম বৈশিষ্টই খুজে পাবে আমাদেও জাতি চিন্তায়। কিন্তু আমার যেটা দুশ্চিন্তা তা হচ্ছে এই ুদ্র দেশে এতগুলো নতুন জাতি থাকবে কিভাবে। যেখানে প্রতি ঘওে ঘওে নতুন নতুন জাতির অনুসারীরা নিজের গৃহকেই যুদ্ধেও েেত্র পরিণত করছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



