হে জীবন, তুমি যদি দ্রুত পক্ষ ঈগলের মত
অভীষ্ট অভিমুখে বাতাসে ভর করে ছুটতে না পার,
সেইখানে থেমে যাও।
কর্মহীন, গর্বহীন আমাকে কেউ যেন
জীবিত দেখতে ন পায়।
আমি যেন লোভের কাছে, মোহের কাছে,
হীনতা, পরবশ্যতা এবং আলস্যের কাছে
পরাজিত না হই্।
প্রতিদিন জীবনের দিকে যে ম্যাগনিফায়িং গ্লাস দিযে তাকাচ্ছি,
এতে একটি লাভ হচ্ছে।
নিজেকে আরো ঘনিষ্ঠভাবে চিনতে পারছি।
দায়িত্ব এবং লক্ষ্যের চেহারা
আর মাঝপথের ধাপগুলো স্পষ্ট আকার নিচ্ছে।
লোকে যা-ই বলুক, যা-ই অনুভব করুক
নিজের কাছে আমি অনন্য।
দুঃখগুলো হজম করতে পারি বলে,
ব্যথাকে অপমান করিনে বলেই
আমার সবটাই আমার।
আমার জীবন আমার নির্দেশ মেনে চলবে
এ রকম ভরসা অন্তত করতে পারি।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



