কমবেশি সবারই মনে হয় ছোটবেলার অপ্রিয় কিছু স্মৃতি থাকেই।আমার তো অসংখ্য
##ফোঁড়া
আহা ছোট আমি নিষ্পাপ,আমার কেন এত ফোঁড়া উঠত
##মুভিং চেয়ারের উপর তক্তাঃসেলুনে
বড়রা কি সুন্দর চেয়ারের উপর বসত,আর তাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে চুল কেটে দিত নরসুন্দররা,আমি দেখতাম আর ভাবতাম কি আরাম।কিন্তু আব্বু যখনি চুল কাটাতে নিয়ে যেতেন,নাপিত ব্যাটা চেয়ারের উপর কাঠের লম্বা একটা টুকরা দিয়ে আমাকে কোলে নিয়ে ওটার উপর বসিয়ে দিতেন,তারপর চুল কাটা।তখন মনে হত ছোটদের কোন আরাম নেই
##পেঁয়াজের রস
পেটে ব্যথা or গায়ে জর হলেই আম্মু পেঁয়াজ বেটে মাথার তালুতে লাগিয়ে দিত,এবার ওটা নিয়ে বসে থাকা,কি বিশ্রী

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




