ভালবাসা কি তীব্র বিষ
তোকে তো বোঝানো দায়--তুই এখনও শিক্ষানবিস
যত গূঢ় হলাহল তত তার অমৃতবিলাস
তুই এখনও গাঙচিল--অকাতরে স্বার্থ বিলাস
পথেঘাটে--এখানেওখানে সাইবারক্যাফে থেকে ফুটপাথ ফুলের দোকানে
সাড়া দিস উত্তেজিতায়---জড়েতর পড়শির অবিসংবাদ দেখে
হাঁটু মুড়ে মাথা রেখে--অসহায়, ফুঁপিয়ে কাঁদিস
অধীনতা কি মারন বিষ
তোকে কি বোঝাতে পারি---তোর চোখে খুনে ছাব্বিশ!
ধুসর যখন নামে নীলকালি ডায়েরিপাতায়
অশেষ পেরিয়ে গেলে চিঠি আসে, বকেয়া মাশুল
গুনে নেয় ডাকঘর, পুরাতন বাতিল ছাতায়
মাথা বাঁচবেনা তো্র--বুক-জোড়া যে পাথর--বোকে থেকে খসে যাওয়া ফুল
প্রতিটি ঋতুর ছাপ, তাপ-জল-কাশ-হিম-সোয়েটার-কুহুঅপলাপ,
মনে সে করিয়ে দেবে, দোমরানো কাজ জেবে, ভন্ডুল করবে আপিস
নিবেদন, কি অসহ বিষ!
বোঝানো যাবে কি তোকে? একটি গোলাপ-বো্কে--তুই এখনও হৃদয়ে ভাবিস--

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




