অবাধ তথ্য প্রযু্ক্তির সুবিধা পেয়ে আমাদের ছেলে-মেয়েরা অবাধে কম্পিউটার ব্যবহার কের ফ্রেন্ডশীপ করছে, বিভিন্ন কমেন্ডস করছে এবং মেলামেশা করছে। তার ভাল দিক যেমন-অচেনাকে জানা, নতুন কিছু শেখা। কিন্তু খারাপ দিক নিয়ে ভেবেছেন কখনো ? আজকাল এমন সব কমেন্ডস চোখে পড়ছে, যা পড়ার/বলার নয়। এ মানষিকতা আমাদের বদলানো একান্ত প্রয়োজন।
সকলে এক পরিবার ভেবে কমেন্টস/গল্প লেখা বা চয়নে সর্তক হতে হবে। লেখায় শালিনতা বজায় না থাকলে অনেক বিপত্তি ঘটতে পারে। কারণ আপনার লেখাটি যে আপনার কোন আপনজন পড়েবন না তার নিশ্চয়তা নাই। মনে রাখা প্রয়োজন, মন্তব্য দিয়ে আপনার মন-মানষিকতা- পরিবার এবং ভ্দ্রতার পরিচয় বেরিয়ে আসে। কে কেমন, সেটি প্রকাশ পায় তাঁর বাচন ভংগি, লেখায় এবং কথায়।
অতএব, এটিকে পরিবার ভেবে যদি আমরা একটু কৌশলী হই, তবে হয়তো লাভ ছাড়া ক্ষতি হবে না।
যারা বন্ধুত্বের দোহাই দিয়ে নোংরামি করে, উল্টা-পাল্টা লিখে সস্তা বাহবা নিতে চায় বা পায়, মনে রাখবেন তা ক্ষণিকের। আপনার কমেন্ডস/ লেখা পড়ে ভিনদেশী যাঁরা মুটামুটি বাংলা পড়তে পারেন বা বুঝেন, তাদের ধারণা কি হবে একবার ভেবেছেন ?
তাই বিখ্যাত দার্শনিক সেক সা'দীর বলেছেন - "বুকে তোমার ঘড়ি নেই, দামী কাপড় নেই, দামী বোতাম নেই, তোমার ইশারায় ১০/১২জন দাশ-দাসী ছুটে আসে না, মাথা দিয়ে কুসুমের গন্ধ বেরোয় না- ক্ষতি নেই। আমি দেখতে চাই, তোমাকে, তোমার ভিতর-বাহির এবং মনুষ্যত্ব।"
কর্ম
তাই সবার কাছে স্বনি্বন্ধ অনুরোধ মানব সমাজের কাজে লাগে, উপকার হয় এমন কিছু লিখুন, প্রকাশ করুন। মনে রাখা একান্ত প্রয়োজন "মানুষ বাঁচে নামে নয়- কর্মে।" সত্য কথা বলার চেষ্টা করুন। আমাদের মা-মাতৃভূমিকে ভালো বাসুন, শ্রদ্ধা করুন। আপনার অল্প ভালোবাসা যে কোন নেতার-কর্মীর দেশপ্রেম থেকে কমপক্ষে ৫০ ভাগ নির্ভেজাল-নিস্বার্থ। কারণ নেতা-কমীদের দেশ-প্রেম-মাতৃত্ববোধ, ভালোবাসা, বড় বড় কথা বলা নিজ ভাগ্য পরিবর্তন এবং নিজ স্বার্থ চরিতাথ করার জন্য, ক্ষমতায় যাবার জন্য।
ধন্যবাদ সকলকে।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১০ দুপুর ২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





