দগদগে খতের পুঁজ-রক্তে কথা বলে
কীট দঙ্গল।
ওখানে মিছিল ওদের।
কেনো রক্তের স্রোতে ওদের
খেদিয়ে আনা?
গল্পের পটভুমি, বিস্তার কিংবা উপসংহারে
বইয়ের পাতায় ওরা।
ওতো চায়নি দেয়ার বন্যায় কিছু চাওয়া।
তবু কেন পাওয়া যতসব রোগবাহী মানুষের
বিলিয়ে দেয়া অযুত ঘাতক জীবানু?
কিছুতো চায়নি সে;
তবু কেনো ছুড়ে মারে সব কীট,
কীটের মতো কুটিল মানুষ জঙ্গল?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




