আহা! চল্লিশ দিন ছুটি! মজাই মজা!
আর এই দিনটার জন্য কবে থেকে অপেক্ষায় ছিলাম, যে ছুটি হবে আর অমনি আমি উড়াল দিব। আগামি মাসে দেশে যাব, মাত্র ৪০ দিনের জন্য। যাইহোক তারপরো ভীষন খুশি লাগছে। কয়েকদিন আগে শুনলাম সবাই মিলে পিকনিক করেছে, আর আমার কাজিনটা আহ্লাদ করে করে আমার কাছে গল্প করছিল। আর ও এত পাজী যে না হলেও ডজনখানেক ছবি পাঠিয়েছে, আর লিখেছে যে আপু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পিকনিকের ছবি পাঠালাম যাতে তোমার বুঝতে সমস্যা না হয় কিভাবে আমরা মজা লুটেছি।
দিলটা একদম টুটে গেছে। আমাদের বাসায় আবার এই পিকনিকটা খুব মজার হয়। আত্তীয় স্বজন সবাই চেষ্টা করে অ্যাটেন করার। ওনেক মজা হয়, খাওয়া...... দাওয়া....(আমার মুল আকরষন), নাচ গান লটারী, খাওয়ার পরে সবাই মিলে পান খাওয়া ইত্যাদি।
দেশে যাওয়ার আরেকটা মজা হল শপিং করা, মানে গিফট কিনা আরকি। আমি খুব আগ্রহ নিয়ে নিয়ে এই কাজটা করি।অবশ্য অনেক সময় বাজেটের কারনে মন খারাপ হয়ে যায়, যেটা কিনতে চায় সেটা আর কেনা হয়ে উঠে না।আবার অনেক সময় কারও জন্য কিছু কিনে সেটা নিজেরই মনে ধরে যায় আর দিতে ইচ্ছা করেনা। এবার আমার বড় বোনের জন্য একটা ব্যাগ কিনেছি যেটা আমার খুবি মনে ধরেছে। দেখি দেশে যেয়ে ওকে বুঝিয়ে বলতে হবে, মানে আরকি ইনিয়ে বিনিয়ে জানাতে হবে যে ওই ব্যাগটা আমার মনে ধরেছে, তাহলে আর এমনিই ও ওটা নিবেনা।
যাইহোক এখন অনেক কাজ দেশে যাবার আগে, সবকিছু ঠিক ঠাক গুছিয়ে নিয়ে যাওয়া, এখানে সবকিছু ঠিকভাবে গুছিয়ে যাওয়া, যাতে দেশে গিয়ে মনে না হয় এটা করা হয়নি ওটা করা হয়নি, এটা আনা হয়নি ওটা আনা হয়নি, এই আরকি অগোছালো মানূষের কাজ।
যাইহোক আপুরা ভাইয়ারা আমার জন্য দোয়া কইরেন যাতে ঠিকঠাকভাবে দেশে যাইতে পারি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




