
পতিত সময়ের গল্প নিয়ে উড়ে গেছে যে গাঙচিল তার পালকেও একটি চিত্রল সন্ধ্যার গল্প ছিল। এমন কতো পরযায়ী পালক টুকে টুকে সজিয়েছি একটি রামধনু বাসর, তোমার জন্য প্রিয় দিপালী। এসব বাসর মহলে নাগ শ্বাপদ নিয়ে ঘুরে বেড়ায় গত জন্মের পাপাত্মা। অচ্ছুৎ বীরাঙ্গনার ঔরসে ফের জন্মাবে বলে আবারও বিদ্রোহ করে ভাত শালিকের দল।
জানি এসব ফানুস দ্রোহে তোমার গালের তিলে আমার অধিকার জন্মাবে না, তবু হেঁটে যাই স্তন পরিধি ধরে রাঙা ঠোঁটের সীমানায়।
জারজ শব্দের ভীড়ে একটি স্যুরেলিক গোধূলির জন্য এমন কতো পাললিক গল্প লিখা হয় আমাদের আঙিনায়।
##
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



