আজ হয়তো আমার কোনো কথাই তোমার কাছে যৌক্তিক মনে হবেনা, হয়তো ভাববে অযথা সময় নষ্ট করা । আমার অজস্র বিনিদ্র রাত আজ তোমার চোখে সাধারন ব্যপার । যে দীর্ঘ সময় হাজারো কষ্ট, বাধা, ব্যর্থতা অতিক্রম করে শুধু তোমাকে নিয়ে বাচার স্বপ্নে বিভোর ছিলাম তা আজ তোমার কাছে ছেলেমানুষী । অতীতের জন্য আজ তুমি স্মৃতিকাতর, অতীত স্মৃতি রোমন্থনে ব্যস্ত তুমি যে অতীত তোমাকে দিয়েছে দুঃসহ যন্ত্রনা । আমি চেয়েছিলাম সেই যন্ত্রনা থেকে তোমাকে মুক্ত করতে, তোমাকে সুখের সাগরে ভাসানোর প্রত্যেয়ে তোমার জীবনে আমার আগমন। আমি অনেক চেষ্টাও করেছি আমার মনের মন্দীরে তোমাকে দেবীর আসনে বসিয়ে পূজো দিতে।
সব পূজারীর পূজো তো আর দেবীর পছন্দ নয়, তুমিও তো দেবী আমার মনের মন্দীরের একমাত্র তোমারই স্থান। তাই হয়তো আমার আতীথ্য তোমার পছন্দ হয়নি। তবে বিশ্বাস করো আমি আমার সবটুকু উজাড় করেই তোমাকে ভালোবেসেছি, এর চেয়ে বেশি আমার পক্ষে সম্ভব না। আজ হাজারো ভুলের ঘোর লাগা স্বপ্ন তোমাকে ঘিরে আছে, থাকুক তারা তোমাকে নিয়ে। তারা তো আছে ক্ষনিকের জন্য। যখন এই দুঃস্বপ্নের প্রহর কেটে যাবে, যখন কারো কাধে মাথা রেখে কাদতে চাইবে, কথা দিলাম এই আমিই থাকবো তোমার পাশে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


