মোবাইল রিচারজের দোকানদারেরা যা শুরু করলো তা নিয়ে কি কারো কোন মাথা ব্যাথা নাই????
তারা তাদের ইচ্ছামত সবকিছু করে যাবে আর আমাদের বা সরকারের কারোর কিছুই করার নেই???
তাদের দাবি মোবাইল কোম্পানির কাছে, হতে পারে তা যৌক্তিক বা অযৌক্তিক। কিন্তু তাদের সেই দাবি পূরণের পথে আমরা কেন বলী হব??
এতদিন পর্যন্ত তারা ৩০ টাকা কোথাও কোথাও ৫০ টাকা পর্যন্ত লোড করতে ১ টাকা পর্যন্ত অতিরিক্ত নিত।
এর কারণ জানতে চাইলে তারা বলত এটা নাকি তাদের কোন ভুঁইফোড় সমিতির সিদ্ধান্ত।
এখন তারা শুরু করেছে নতুন কাহিনী। মানুষের সুবিধার জন্য তাদের দাবি না মানা পর্যন্ত ১০০ টাকা লোডের জন্য তারা ২ টাকা করে অতিরিক্ত নিবে।
তাহলে জিনিসটা শেষ পর্যন্ত যা হল, দোকানদার বা মোবাইল কোম্পানি সবাই লাভবান হবে, বাঁশ যা খাবার তা খাবে সাধারন পাবলিক।
এইসব দেখার জন্য কেউই নেই, থাক্লেও তাঁর হয়ত এশব নিয়ে মাথা ঘামানর যথেষ্ট সময় নেই।
"মগের মুল্লুক" কথাটা শুধু বইয়ের পাতাতেই দেখে এসেছি, কিন্তু তাঁর বাস্তব রুপ দেখছি আমাদের দেশের বর্তমান অবস্থায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


