তুমি হয়ত ভাবছ অনেক বদলে গেছি আমি,
হয়ত বা ভাবছ আর দশটা সস্তা কলরেটের
সময় নষ্ট করা সম্পর্ক আমাদের মাঝে।
হয়তবা ভাবছ রাস্তার পাশের নোংরা রেস্তোরাঁর মত
আমাদের ভালবাসাতেও ভেজাল ভরপুর।
এও ভাবতে পারো, তোমার হৃদয় নিংড়ানো ভালবাসা
যা তোমার চোখকে অশ্রুসিক্ত করলেও আমার হৃদয় ছোঁয় না।
কে জানে হয়তবা ভাবো তোমাকে আর ভালইবাসিনা।
জানি আমার সমস্ত কথাই তোমার কাছে মনে হয় অর্থহীন,
নয়ত বা তোমার মন ভালো করার নতুন কোন দুরভিসন্ধি।
ভালবাসার কোন দাবি তুমি ভাবো তোমাকে দমিয়ে রাখার কৌশল,
আমার স্পর্শকেও হয়ত ভয় পাও তুমি।
বিশ্বাস কর, আমিও তোমাকে কষ্ট দিতে চাইনা।
তাইতো অনেকদিন হয়ে গেলেও তোমার হাতটা ছুয়ে দেখিনা,
তোমার হাতে হাত রেখে জীবনের অর্থ খুজতে জাইনা।
যে ভালবাসার সপ্ন তোমাকে আমি দেখিয়েছিলাম তা হয়ত
আজ তোমার কাছে মরিচিকা নয়তবা বিভীষিকা।
সেই দিনটি আজো ভুলিনি, যেদিন আমার কাধে মাথা রেখে
বলেছিলে "সারাজীবন এমন থাকবে তো???"
আমি ঠিক আগের মতই আছি, যেমনটা তুমি চেয়েছিলে।
এখনো তোমাকে ঘিরে সপ্ন সাজাই, সপ্ন বুনি।
এখনো আমার আঙ্গুলের ফাকে তোমার আঙ্গুল হন্যে হয়ে খুজি।
হয়তবা বাস্তবতার কশাঘাতে তোমাকে সব বলা হয়না,
তাই বলে কি তুমি সেই না বলা কথা বুঝে নিবেনা???
নাকি আমিও ভাববো আমার ভালবাসা তোমার হৃদয়কে আর উষ্ণ করেনা?
ভালবাসার এই সরল অঙ্কে এত্ত জটিলতার অর্থ আছে কি?
এই বুকে কান পেতে শোনো "শুধু তোমাকেই ভালবাসি"।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


