পাহাড় দেখলে মন ভাল হয় এ কথাটি কোথায় যেন পড়েছিলাম। কিন্তু অসম্ভব খারাপলাগা মনকে যে পাহাড় এক মূহুর্তে ভাল করে দিতে পারে এটা বিশ্বাসই করতাম না যদি সিলেটে গিয়ে ভারতের মেঘালয় রাজ্য না দেখতাম।কি যেন একটা ঘোর আছে পাহাড়ের মধ্যে।যতই দেখতাম শুধু মূগদ্ধ হতাম

মেঘ আর পাহাড় মিশে গেছে এক সাথে।দূরে কালো পাহাড়টাই ভারতের মেঘালয় রাজ্য।

চারিদিকে নিস্তবদ্ধতা...

মাথা উচু করে আছে ভারতের মেঘালয় রাজ্য।

ছিল অজস্র ফুলের সমাহার।

আমার হাতে একটি পাহাড়ী ফুল।

কমলা গাছে কাঁচা কমলা।
বছর চারেক আগে একটা চাকুরীতে গিয়েছিলাম সিলেটের জৈন্তাপুরে।সে সময় এই ছবি গুলো তোলা। মোবাইল বেশী ভাল ছিল না তাই ছবি গুলোও খুব বেশী ভাল নয়।
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




