কার্টুন-জাহিদ হাসান বেনু।
জাতীয় সংসদ নির্বাচনের আর খুব বেশী দেরি নেই।দিন যত যাচ্ছে ততই এগিয়ে আসছে নির্বাচন।আসন্ন নির্বাচন উপলক্ষে কে কি ভাবছেন এটাই জানতে স্বপ্নে হাজির হয়েছিলাম সামুর বেশ কয়েকজন ব্লগার বন্ধুর কাছে।আসুন একেক করে জানি তারা কে কি ভাবছেনঃ
রাকু হাসান- নির্বাচন এলেই আমার মনে আনন্দের জোয়ার বয়।এ সময় চায়ের দোকানে গেলেই প্রতিদিন ৮-১০ কাপ চা ফ্রি খেতে পারি।তাছাড়া সারা এলাকায় দলের পোষ্টার মারার কাজ করি।পকেটে কিছু মালপানি আসে।খুব ভালই কাটে নির্বাচনের সময়।
কি করি আজ ভেবে না পাই- এবার আমি ঢাকা-২ আসনে ফালতু পার্টির পক্ষ হতে নির্বাচন করছি।যে করেই হোক এবার নির্বাচনে আমাকে জিততেই হবে।দরকার হলে জাল ভোটের মাধ্যমে জিতব।আপনারা সবাই দোয়া কইরেন।
মাহমুদুর রহমান সুজন- ভোটের সময় আমার খুব আনন্দ লাগে।চারদিকে ঝলমলে পোস্টার মারা হয়।মিছিল-মিটিং হয়।এবার আমি ভোট সহজে কারও দিমু না।আগে যদি কোন দল অগ্রিম কিছু মাল-পানি দেয় তাহলে চিন্তা ভাবনা করব ভোটটা তাদের দেওয়া যায় কিনা।ভোটের সময় সবাই ধান্দায় থাকে।তাহলে আমি ধান্দায় থাকুম না কেন?
শাহরিয়ার কবীর- নির্বাচনের সময় আমার অনেক কাজ।এ সময় রাত জেগে লোকের বাড়ী গিয়ে গিয়ে নিজ দলের জন্য ভোট চাইতে হয়।অনেক গৃহস্থরা চোর মনে করে তাড়া করে।কিন্তু কি করুম,দলের স্বার্থে সব কিছুই করতে হয়।
কথার ফুলঝুরি- খুলনা -৩ আসনের গজব পার্টি হতে আমি এবার নির্বাচন করছি।এখানে আমিই একমাত্র নারী প্রার্থী।তাই বেশি চিন্তা করছি না।কারন ভোটে আমিই জিতব।কেউ ভোট না দিলেও জিতব।
মোঃ মাইদুল সরকার- সারা বছর যদি নির্বাচন হত তাহলে খুব ভাল হত।নির্বাচনের সময় নেতাদের চামচাগিরি করে প্রচুর টাকা পাই।তাছাড়া আমার একটা ছাপাখানার দোকান আছে।এখান থেকে ভোটের সময় প্রার্থীরা তাদের পোস্টার ছাপায়।আর আমি লাভ করি ৩-৪ গুন।