প্রশ্নপত্র
(ব্যক্তিগত প্রসঙ্গ (প্রযোজ্য ক্ষেত্রে টিক [ ] চিহ্ন দিন )
আপনি ঃ পুরুষ- নারী
আপনার পেশা ঃ ছাত্র - ছাত্রী / শিক্ষক
আপনার বয়স ঃ (১৮-২৫) (২৬- ৩৩) (৩৪-৪১) (৪২-৫০) ৫০ এর বেশি
পারিবারিক আয় (হাজারে)ঃ (৫-১০) (১০-২০) (২০-৩০) ৩০-এর বেশি
আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা ঃ ১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষ, ৪র্থ বর্ষ, মাস্টার্স
( শিক্ষার্থীদের জন্য )
আপনার অনুষদ ঃ বিজ্ঞান - বাণিজ্য - সমাজ বিজ্ঞান - কলা - আইন
(আপনার সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ। আপনার মতামতে টিক [ ] চিহ্ন দিন)
১. আপনার ইন্টারনেট ব্যবহারের হার কেমন ?
• প্রতিদিন
• সপ্তাহে ২- ৪ দিন
• মাসে ২-৫ দিন
• মাসে ১ দিন
• অন্যান্য...................................................... (নির্দিষ্ট করে লিখুন )
২. আপনার ফেসবুক ব্যবহারের হার কেমন ?
• প্রতিদিন
• সপ্তাহে ২- ৪ দিন
• মাসে ২-৫ দিন
• মাসে ১ দিন
• অন্যান্য..........................................................(নির্দিষ্ট করে লিখুন )
উত্তর প্রতিদিন হলে কি পরিমান সময় ফেসবুকে ব্যয় করেন ?
• ৩০ মিনিট- ১ঘন্টা
• ১-২ ঘন্টা
• ২-৩ ঘন্টা
• ৩ -৪ ঘন্টা
• ৫ ঘন্টার বেশি
৩. আপনি ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে কোন প্রযুক্তি ব্যবহার করেন ?
• কম্পিউটার
• মোবাইল
• উভয়ই
৪. আপনি কেন ফেসবুক ব্যবহার করেন ? (উত্তর একাধিক হতে পারে )
• পুরাতন বন্ধুর খোঁজে
• নিজের চিন্তা -চেতনা , মতামত, ছবি শেয়ার করার জন্য
• আড্ডা দেওয়ার জন্য
• অবসর সময় কাটানোর জন্য
• নতুন বন্ধুর খোঁজে
• অন্যান্য ......................................................( নির্দিষ্ট করে লিখুন )
৫. ফেসবুকে আপনার ব্যবহৃত সুবিধাগুলোর তালিকা তৈরী করুন (পাশের খালি বক্সে সবচেয়ে বেশি সুবিধাকে ১ চিহ্নিত করুন এবং ক্রমান্বয়ে ২,৩,৪,৫...চিহ্নিত করুন।
• স্ট্যাটাস দেয়া
• ছবি শেয়ার করা।
• অডিও/ভিডিও শেয়ার করা
• নোট লেখা
• চ্যাট করা ০ অন্যান্য......................
• মেসেজ আদান প্রদান ..........................
• গ্রুপ প্রচারণা
৬. বর্তমান ব্যস্ত এ সময়ে সামাজিক মিথস্ক্রিয়া বৃদ্ধি করতে ফেসবুকের ভূমিকা কতটা বলে আপনি মনে করেন?
• অনেক
• মোটামুটি
• কম
• একেবারেই নেই
৭. সামগ্রিক শিক্ষা কার্যক্রমে ফেসবুকের প্রভাব কেমন বলে আপনি মনে করেন?
• ইতিবাচক
• নেতিবাচক
• উভয় ধরনের
• একেবারেই নেই
৮. আপনি কি মনে করেন ফেসবুকের কারণে অনৈতিক কাজ বৃদ্ধি পাচ্ছে ?
• হ্যাঁ
• না
উত্তর হ্যাঁ হলে কোন ধরনের অনৈতিক কাজ হচ্ছে ? (উত্তর একাধিক হতে পারে)
• নারীদের সম্বন্ধে বাজে মন্তব্য জুড়ে দিয়ে বিব্রত করা হয়
• বিভিন্ন ধরনের নগ্ন ছবি/ ভিডিও চিত্র ছেড়ে দেওয়া হচ্ছে
• মতাদর্শগত ভাবে পৃথক গ্রুপগুলো একে অপরকে হেয় প্রতিপন্ন করে
• স্পর্শকাতর বিষয়ে প্রচারণা সৃষ্টি করা
• অন্যান্য ...................................................... (নির্দিষ্ট করে লিখুন )
৯. ফেসবুকে নারীর অবস্থান কেমন বলে আপনি মনে করেন?
• নারী পুরুষের অবস্থান সমান
• নারীর অবস্থান কম
• নারীর অবস্থান বেশি
উত্তর কম হলে কেন নারীর অবস্থান কম বলে আপনি মনে করেন ? (উত্তর একাধিক হতে পারে)
• প্রতারণার ফাঁদ হিসেবে নারী ছবিকে ব্যবহার করা হচ্ছে
• নারীকে উত্যক্ত করা হচ্ছে
• নারীকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে
• যৌনগ্রুপ তৈরী করার জন্য নারী ছবি ব্যবহার করা হচ্ছে
• অন্যান্য....................................................(নির্দিষ্ট করে লিখুন )
১০. ফেসবুক ব্যবহারের ফলে সামাজিক সম্পর্কের ক্ষেত্রে কি কি ধরনের প্রভাব পরিলতি হয় ? ( উত্তর একাধিক হতে পারে )
• পুরাতন বন্ধুর সাথে সম্পর্কের উন্নতি ঘটে
• ফেসবুকের কারণে স্থায়ী সম্পর্ক সৃষ্টি হয়
• দূরের আত্মীয়-স্বজনের সাথে সম্পর্কের উন্নতি ঘটে
• মতাদর্শগত ভাবে সমাজে বিভক্তি সৃষ্টি হচ্ছে
• সামাজিক মূল্যবোধের অবয় ঘটে ০ ব্যক্তিগত ক্রোধ বৃদ্ধি পাচ্ছে
• সময়ের অপচয় হচ্ছে
• অভিজাত যৌন ব্যবসা বাড়ছে
• সম্পর্কের ক্ষেত্রে সরলীকরণ ঘটছে
• নারীদের সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে
• অন্যান্য......................................................(নির্দিষ্ট করে লিখুন )
১১. নিজের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কি কখনও বিব্রতকর অবস্থায় পড়েছিলেন ?
• হ্যাঁ
• না
১২. কোন বিষয়ে জনমত গঠন কিংবা জনসচেতনতা বৃদ্ধি করার ক্ষেত্রে ফেসবুক কতটা কার্যকর ভূমিকা পালন করতে পারে বলে আপনি মনে করেন?
• অনেক
• মোটামুটি
• কম
• কোন ভূমিকা নেই
১৩. জনগণকে সংগঠিত করার ক্ষেত্রে ফেসবুক কেমন ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন?
• অনেক
• মোটামুটি
• কম
• কোন ভূমিকা নেই
১৪. আপনি ফেসবুক অ্যাকাউন্টে যে সমস্ত ব্যক্তিগত তথ্য ( নাম, ছবি, জন্মদিন, নিজ শহর, রাজনৈতিক বিশ্বাস, মোবাইল নাম্বার , যৌন সম্পর্ক , ধর্ম ইত্যাদি) শেয়ার করেছেন তার প্রকৃতি কি রূপ ?
• পুরোপুরি সত্য
• পুরোপুরি মিথ্যা
• কিছু সত্য কিছু মিথ্যা
• শেয়ার করেন নাই
১৫. সামাজিক সম্পর্কের নেটওয়ার্ক হিসেবে ফেসবুক নিয়ে আপনি কি কোন পরামর্শ রাখতে চান ?
---------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




