কেউ কি আমাকে একটু হেল্প করবেন প্লিজ। আমি একটা গান খুঁজছি।
ইন্ডিয়ান গায়ক ইন্দ্রনীল সেনের গান-
"মনে মনে যারে আমি চাইরে,
যার নামে স্বপ্ন সাজাইরে,
যারে আমি ভুলে যেতে চাইরে,
আনমনে তারে কাছে চাইরে।
রঙধনুর ওই সাত রঙ
মনেরি ক্যানভাসে মেশালাম
আঁকলাম একটা ছবি
সেতো তুমি তুমি সজনি।
এতদিন বুঝিনিত আমিযে
এই মন ভালোবাসে তাকে
ভাবনার শিহরন তাই সে
মনে মনে দোলা দিয়ে যায় সে।
তাকে না পাওয়ার যন্ত্রনা সইযে
বারে বারে পেয়েও হারাইযে।
মনে মনে যারে আমি চাইরে,
যার নামে স্বপ্ন সাজাইরে,
যারে আমি ভুলে যেতে চাইরে,
আনমনে তারে কাছে চাইরে।"
অনেক খুঁজলাম কিন্তু পেলাম না। আপনারা কেউ জানলে আমাকে ডাউনলোড লিংকটা দেবেন প্লিজ। অপেক্ষায় থাকলাম
একটা লিংক পেয়েছিলাম কিন্তু ওখানে গিয়ে কিছুই পাচ্ছিনা!
http://www.file.uploadr.com/aa21
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



