প্রিয় ব্লগারবৃন্দ,
আপনার নিশ্চয় অবগত আছেন যে, অনিবার্য কারনবশত আমাদের পুর্ব নির্ধারিত ব্লগারদের পুনর্মিলনী অনুষ্ঠানটি সাময়িকভাবে স্থগিত হয়েছিলো। পরবর্তীতে, সামহোয়্যারইন ব্লগের ফেসবুক গ্রুপে একটি পোস্টের মাধ্যমে সকলের কাছে পুনর্মিলনী অনুষ্ঠানের জন্য সম্ভাব্য দিন তারিখ জানতে চাইলে সকলে ২৪ ফেব্রুয়ারী দিনটিকে চুড়ান্ত করেন।
আমরা খুবই দুঃখের সাথে জানাচ্ছি, এখন পর্যন্ত নিবন্ধনকৃত ব্লগারদের সংখ্যা খুবই কম, যদিও অনেকেই ফেসবুকে বা ব্যক্তিগতভাবে যোগাযোগ করে আমাকে জানিয়েছেন তাঁরা অনুষ্ঠানে আগ্রহী। আশা করি ব্লগাররা দ্রুত এই অনুষ্ঠানের জন্য নিবন্ধন করবেন। নিবন্ধন করার জন্য নিচের ফর্মটি অনুগ্রহ করে ফিলাপ করুন। যারা ইতিপুর্বে নিবন্ধন করেছেন, তারা শুধু প্রয়োজনীয় তথ্যগুলো প্রদান করুন।
আপনারা জানেন, আমাদের এই বার পুনর্মিলনী উপলক্ষে আমরা বেশ কিছু উদ্যোগ গ্রহন করেছি, এর মধ্যে নিবন্ধনকৃত ব্লগারদের জন্য শুভেচ্ছা স্মারক, বই প্রকাশ ও অনুষ্ঠানস্থল অগ্রিম বুকিং সহ বিভিন্ন কাজে অর্থ প্রয়োজন। আমরা এখন পর্যন্ত অতি সামান্য কিছু ব্যক্তিগত ডোনেশন পেয়েছি।
আমরা একটি স্পন্সরের সাথে আলাপ করেছিলাম, কিন্তু তাদের পুরো বিষয়টি অনেক আমলাতান্ত্রিক জটিলতা থাকায় তাদের অর্থ ছাড় হতে হতে আমাদের অনুষ্ঠানের সময় প্রায় চলে আসবে। এই অবস্থায় অনুষ্ঠানটি সঠিকভাবে আয়োজন করতে গেলে কিছুটা ঝামেলা সৃষ্টি হতে পারে। তাই আমরা অন্য স্পন্সর দেখছি।
যদি আপনাদের মধ্যে কেউ স্পন্সর সংক্রান্ত কাজে আমাদের হেল্প করতে পারেন, তাহলে দ্রুত যোগাযোগের জন্য অনুরোধ রইলো।
নিবন্ধন ফর্ম
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৩