প্রথমত, জানতে চাচ্ছি ট্রাষ্ট এবং ফাউন্ডেশন অর্থ কি ? এবং ট্রাষ্ট এবং ফাউন্ডেশন মধ্যে আসলে পার্থক্য কি?
নেটে ঘাঁটাঘাঁটি করে বিশেষ কিছু জানতে পারলাম না।
সর্বশেষ আরেকটা বিষয় জানতে চাই, আমি অনলাইনে গরীব মানুষের জন্য কিছু ফান্ড রেইজ অর্থাৎ মানবিক দিক বিবেচনায় কিছু দান বা জাকাতের অর্থ গ্রহন করে সেটা গরিবদের মাঝে বন্টন করতে চাই। এক্ষেত্রে আমাকে কি কোন ট্যাক্স দিতে হবে বা আইনি কোন বিষয় জেনে তারপরে এগুলো করতে হবে কিনা। না জানি আবার কোন ঝামেলায় জড়িয়ে যাই তাই একটু জানতে চাচ্ছি।

(বিঃদ্রঃ
১* অনেক দিন ধরে মনের মধ্যে একটা বিষয় ঘুরপাক খাচ্ছে তা হচ্ছে, আমরা অনেকেই অসহায় মানুসদের যাকাত প্রদান বা দান করতে চাই কিন্তু পরিচিতের ভেতর সেরকম অবস্থার কাউকে চিনি না তাই দান করার ইচ্ছা থাকলেও সেটা করতে পারছি না ফলে বাসার দারোয়ান বা কাজের বুয়া বা মসজিদের ইমাম-খাদিমকে টাকা (তাদের মাধ্যমে দারিদ্র কারো নিকট টাকা পৌঁছে দিয়ে) নিজের দ্বায়ত্ব পালন করছি।
২* অথবা অনেক গুলো লুঙ্গি-শাড়ি কিনে যাকে তাকে দান করছি (সে আসলে যাকাতের হ্বকদার কিনা না যাচাই করেই) এতে আসলে স্থায়ী কোন উপকার হচ্ছে না তাদের।
মূলত আমার জানা মতে, যাকাত এবং দানের সর্ব প্রথম হ্বকদার হচ্ছে নিকট জন তার পর দূরের কেউ, আর ছোট ছোট দান বা শাড়ি লুঙ্গি না দিয়ে একটা পরিবারকে স্বাবলম্বী করা হচ্ছে সর্বোত্তম।
তাই আমার ইচ্ছা হচ্ছে, অনেকের এই ছোট ছোট দানকে একত্র করে অন্তত কোন পরিবারকে স্বাবলম্বী করার মত একটা পুজি/মুলধন দান করা।)
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




