অনেক অনেকদিন পর মনের আকাশে আজ
ঝলমলে সূর্যের আগমন;
ঝিলমিলে রোদ আর পাখির কিচিরমিচির কলতান
প্রকৃতির চোখে যেন আনন্দের ঝর্ণাধারা!
একরাশ ভালোবাসা নিয়ে এলো মৃদু হিমেল বাতাস
হাত পেতে নিলাম আর ভেসে গেলাম নির্মল ভালোলাগায়...
হঠাৎ মেঘ ঘুঙুর পড়লো নাচবে বলে
হারিয়ে গেলাম মেঘের সাথে সব ছন্দ ভুলে...
______________________________________________>
12 আশ্বিন 1413
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৬:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





