মনে পড়ে সেইসব ফেলে আসা দিন
মুহূর্তগুলো ছিলো কতো যে রঙীন!
দুঃখ ছিলো না ছবিগুলো সাদাকালো
জ্বালিয়ে রাখতো অন্তরে সদা আলো
আজ রঙীন দুনিয়ায় কতো রঙ জ্বলে
সেই দিনগুলি কোথায় মন শুধু বলে।
-----------------------------
কালঃ 28-নভেম্বর-06
স্থানঃ ঝড়ো হাওয়ার পোস্ট [link|http://www.somewhereinblog.net/jhorohowa/post/26063|

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

