''ধর্মভিত্তিক রাজনীতি নয়
জামাত-শিবির নিষিদ্ধ চাই -শাহবাগের ঘোষনা''
(প্রথম আলো ২৭/২/২০১৩)
লিংক পেতে এখানে ক্লিক করুন
পুরাই দ্বিমত পোষন করছি।
বাংলাদেশ কাদের দেশ?মুসলিমদের দেশ?হিন্দুদের না খ্রিষ্টানদের না বৌদ্ধদের না নাস্তিকদের দেশ??
একাত্তরে কি একজন নাস্তিকও মুক্তিযুদ্ধ করেন নাই??
ত্রিশ লক্ষ শহীদের মাঝে কি একজনও নাস্তিক বা মুক্তমনা ছিল না?
ধর্মভিত্তিক রাজনীতি কারা করে?অবশ্যই একটি দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মানুসারী মানুষের দল।তাই নয় কি??
মুক্তিযুদ্ধের সময় সবাই একটি অসাম্প্রদায়িক সুস্থ সুন্দর দেশের আশায় যুদ্ধ করেছিল।কিন্তু একাত্তরের পরে বলা হলো ''আমি মুসলমান টুপি পইড়া মসজিদে ঢুইকা যামু তুই হালায় হিদু কই যাবি''
এই দেশের হিন্দু মানেই বলা হয় ভারতের দালাল শালা মালাউন।আমি নিজে হাই স্কুলে পড়ার সময় দিনে একবার হইলেও মালাউন ডাকটা শুনছি!
শব্দটাতে আমার এক বন্ধু মানিয়ে নিয়েছিল কিন্তু আমি কখনই মানি নাই প্রতিউত্তরে সবসময় অপর পক্ষরে রাজাকারের ছাও বলিয়াই সম্মোধন করেছি!
প্রজন্ম চত্তরের পোলাপান জামাত শিবির চায় না কিন্তু চায় ধর্মভিত্তিক রাজনীতি আর এই ধর্মভিত্তিক রাজনীতি করবে কারা??
অবশ্যই ইসলামিক সমমনা রাজাকার গুলা যারা শহীদ মিনার ভাঙে জাতীয় পতাকা পোড়ায় বই মেলায় আগুন লাগায়!!
সেই ক্ষেত্রে প্রজন্ম চত্ত্বরের কাছে আমার একটাই দাবি তারা যেন সরকারের কাছে নতুন আর্জি করে যে মুসলিম ব্যতিত অন্য ধর্মাবলম্বী ও নাস্তিক বা মুক্তমনা মানুষদের সরকারীভাবে গনহারে নাগরিকত্ব বাতিল করা হোক,আর এদেরকে দেশ থেকে বিতাড়িত বা মেরে ফেলা হোক!!
এবং বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র হিসেবে কায়েম করে আর পাকিস্তান হয়ে যাক!
এই সবই আমার ক্ষোভের কথা কারন যদি কারো রাজনীতি করার ইচ্ছা হয় তাইলে তাইলে সে বাংলাদেশের রাজনৈতিক দল যেমন বি এন পি বা আওয়ামীলীগের অন্তর্ভূক্ত হয়ে রাজনীতি করুক কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি বা ব্যবসা করা যাবে না।
দেশটা একটা অসাম্প্রদায়িক দেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা তুলে দাড়াক।
আর একজন মানুষের পরিচয় হোক সে মানুষ তা হিসেবে ।সে যে একজন হিন্দু ধর্মানুসারী বা খৃষ্টান তা দিয়ে নয়।
মৌলবাদ নিপাত যাক
মুক্তচিন্তা মুক্তি পাক

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


