সাবধান
কান পেতে শোনো, আসছে ওরা
শুনতে কি পাও? ওদের বিকৃত উল্লাস
ওরাও কিন্তু মানবরুপী।ভেতর ভাঙাচোড়া
কোপাবে তোমায় তারপরে দেখাবে উচ্ছ্বাস।
তুমি কি ভাবছো? তোমায় কেন মারবে ওরা?
ভাবছো তোয়ায় ফ্রেন্ডশিপ কার্ড পাঠাবে!
নয়তো ফুলের তোড়া?
লিখেছো ওদের ধর্ম নিয়ে।আবার নিজেও নাস্তিক
ওরা আবার আল্লার দূত আদম সন্তান
নির্ভেজাল আস্তিক
তোমার জীবনের দামে বাঁচবে ওদের ধর্ম
বাঁচাতে ধর্ম করে যাবে ওরা
এই নৃশংস কর্ম।
তাই সাবধান...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


