১. ফেসবুক বন্ধের মাধ্যেমে প্রমাণ হলো ‘ডিজিটাল’ সরকারের মন্ত্রীরা নিতান্তই এনালগ মেধার, তারা বুঝতেই পারেননি যে এভাবে ফেসবুক বন্ধ করা যায় না। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা বন্ধ করেছেন, আর অতিসহজেই সাধারণ মানুষ বিকল্প পথ বের করে নিয়েছে।
২. ঢাকঢোল পিটিয়ে ফেসবুকের লোকজনকে ডেকে এনে একাধিক মন্ত্রী, শীর্ষ পর্যায়ের কর্মকর্তা তাদের সঙ্গে একটা সভা করেছেন। কোনই সন্দেহ নেই, ফেসবুক প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠকের মাধ্যমে সরকারের কর্তাব্যক্তিরা নিজেদের অজ্ঞতাই কেবল প্রমাণ করেছেন।
৩. কথা ছিল ফেসবুকের সঙ্গে নাকি একটা চুক্তি বা সমঝোতা হবে, তারপর ফেসবুক খুলে দেয়া হবে। ফেসবুক তো খুলে দেয়া হলো, কোন চুক্তি হয়েছে বলে তো শুনিনি। কেউ কি শুনেছেন?
৪. মন্ত্রীরা বলছিলেন, ফেসবুক বন্ধ থাকায় নাকি সন্ত্রাসীদের ধরা সহজ হবে। তা এই গত ২২ দিনে কতজন সন্ত্রাসী তারা ধরতে পেরেছেন?
৫. বাইশ দিন ফেসবুক বন্ধ থাকায় মানুষ এখন চিনে গেছে বিকল্প পথটা। আগে দু’একজন জানতো এই পথের কথা, এখন জানে সবাই।
সব মিলিয়ে সরকারের লাভটা কি হলো?
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




