ব্লগে আমার প্রথম লেখার শুরুতেই বলি আমার বাড়ি ভারতে, আরো সঠিক ভাবে বলতে গেলে পশ্চিমবংগের একটা ছোট শহরে, হতে এতটুকু পড়েই অনেকে হয়ত আমাকে ভারতের দালাল বলে ডেকে উঠতে পারেন (কারন অনেক দিন ধরে বাংলাদেশের বিভিন্ন সাইটে গিয়ে আমার অভিজ্ঞতা হল কারো বক্তব্য পছন্দ না হলে তাকে ভারতের দালাল বলা এবং অনেকেরই ভারত সম্বদ্ধে প্রচন্ড বিদ্বেশ পোষন করা এক্ষেত্রে লেখক ভারতীয় হলে তো কথাই নেই) কিন্তু এসব সত্বেও এই দেশটা সম্বদ্ধে আমি এক অদ্ভুত আকর্ষন অনুভব করি, তার কারন অনেকগুলো - আজও বাংলাদেশের কথা উঠলেই আমার বাবার চোখ চকচক করে ওঠে, মায়ের চোখে জলে দেখা যায় (বাবা এবং মা ভারতে এসেছেন ৫০ বছরের বেশি হয়ে গেছে) আমার রক্তে মনে হয় এইটান টা রয়ে গেছে।
আরেকটা কারন ভাষা , এমন একটা দেশ যেখানে সবাই বাংলা ভাষায় কথা বলছে ভাবতেই ভালো লাগে, যেটা আমরা আমাদের দেশে কেন পশ্চিমবংগেই সবসময় পারি না, এই কারনেই আমি বাংলাদেশের বিভিন্ন সাইটে ঘুরে বেড়াই।
আমি নিজে বাংলাদেশে কখনো যাই নাই কিন্তু আমার বন্ধু বান্ধব এবং আত্মীয়রা যারা বাংলাদেশ ঘুরে এসেছেন তাদের কথায় অনুভব করি একজন অচেনা মানুষকে এখানকার মানুষেদের আপন করে নেবার ক্ষমতা এবং তাদের আন্তরিকতা। আমরো খুব মনে হয় এইদেশে একবার আসি কারন আমার বাবা মায়ের খুব ইচ্ছে এইদেশ থেকে (তাদের জন্মস্থান) একবার ঘুরে যাওয়া (হয়ত শেষ বারের জন্য), এবং আমার নিজের যা ধারনা তা একবার মিলিয়ে নেওয়া।
হয়ত আবেগের বশে অনেক অপ্রয়জনীয় কথা বলে ফেললাম। তাই এখানেই শেষ করছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




