আসেন দেখি একবার সাধারন জ্ঞানের পরীক্ষা হয়ে যাক, খুব সহজ প্রশ্ন একটু ভেবে উত্তর গুলা দেবেন-
( টোটাল মার্কস – ১০, পাশ মার্কস – ৩)
শর্ত - পাশ করলে আমি আপনাদের খাওয়াব আর না করলে আপনারা আমাকে।
০১। শতবর্ষের যুদ্ধ (Hundred Years' War) কত দিন ধরে চলে ছিল?
০২। পানামা টুপি কোন দেশের তৈরী (Panama hat) ?
০৩। ক্যাট গাট (Catgut )আমরা কোন পশু থেকে পাই ?
০৪। রাশিয়ানরা কোন মাসে অক্টোবর রেভুলিউশন (October Revolution)পালন করে।
০৫। ক্যামেলস হেয়ার ব্রাশ (camel's hair brush) কি দিয়ে তৈরী ?
০৬। কোন পশুর নামের অনুকরনে প্রশান্ত মহাসাগরের ক্যানারী দ্বীপের (Canary Islands in the Pacific) নাম করন হয়েছিল ?
০৭। ষষ্ঠ জর্জের (King George VI )প্রথম নাম কি ছিল ?
০৮। পার্পেল ফিঞ্চ(এক জাতের চড়াই পাখি)( purple finch) এর আসল রং কি?
০৯। এরোপ্লেনের ব্ল্যাক বক্সের (black box) রং কি?
১০। চাইনিজ গুজবেরী (এক ধরনের কুল জাতীয় ফল) (Chinese gooseberries) কোন দেশে পাওয়া যায়?
উত্তর দেওয়া হয়ে গেসে? এই বার একটু মিলাইয়া নেন কে কত পাইলেন।
০১। শতবর্ষের যুদ্ধ (Hundred Years' War) ১১৬ বছর ধরে চলেছিল। (1337 to 1453) লিঙ্ক
০২। পানামা টুপি (Panama hat ) ইকুইডেরর তৈরী (Ecuador)। লিঙ্ক
০৩। ক্যাট গাট (Catgut ) এক ধরনের সুতা (String বা তন্ত্ব) ভেড়া এবং ঘোড়া থেকে পাওয়া যায়। লিঙ্ক
০৪। রাশিয়ানরা নভেম্বর মাসে অক্টোবর রেভুলিউশন (October Revolution )পালন করে। লিঙ্ক
০৫। ক্যামেল’স হেয়ার ব্রাশ (camel's hair brush) ভাল্লুক বা কাঠবেড়ালীর চামড়া দিয়ে। (Squirrel fur)। লিঙ্ক
০৬। প্রশান্ত মহাসাগরের ক্যানারী দ্বীপের (Canary Islands in the Pacific) নাম করন হয়েছিল কুকুরের নামে। লিঙ্ক
০৭। ষষ্ঠ জর্জের (King George VI )প্রথম নাম এল্যবার্ট (Albert) । লিঙ্ক
০৮। পার্পেল ফিঞ্চ (এক জাতের চড়াই পাখি)(Purple finch) এর আসল রং Crimson। লিঙ্ক
০৯। এরোপ্লেনের ব্ল্যাক বক্সের (black box) রং হল কমলা (Orange)। লিঙ্ক
১০। চাইনিজ গুজবেরী (এক ধরনের কুল জাতীয় ফল) (Chinese gooseberries) পাওয়া যায় নিউজিল্যান্ডে। লিঙ্ক ।
এখন কন কে কত নম্বর পাইলেন।
কি কইলেন ফেল করসেন। (আমিও করসিলাম।) এখন কন খাওয়াবেন কবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




