একজন তরুণ ব্লগারের শআজহার অসাধারণ একটি লিখাকালো হওয়া কি কোন অর্সম্পূণতা, নাকি অক্ষমতা!!!!!!!! আমার মতে এই লিখাটি প্রত্যেক সচেতন নাগরিকের পড়া উচিত। এটি একটি ডাইভারর্ট পোষ্ট। মূল লিখায় যেতে সরাসরি এখানে ক্লিক করুন- কালো হওয়া কি কোন অর্সম্পূণতা, নাকি অক্ষমতা!!!!!!!!
Click This Link
আমিও বিজ্ঞাপনটি আরটিভিতে ০১/০২/১১ তারিখে আনুমানিক ৮-৯.৩০ মি. এর মধ্যে দেখেছি।
বিজ্ঞাপনটি মারাত্বক ভাে বর্নবাদী বিজ্ঞাপন।
এমন আরো অনেক বিজ্ঞাপন আছে যা অত্যান্ত খারাপ। যেমন প্রাণ হজম ক্যান্ডির বিজ্ঞাপনটি (খা লোহা খাঁ) শিশুদের জন্য অত্যান্ত ভয়ংকর একটি বিজ্ঞাপন। ইভটিজার দের উৎসাহীত করার জন্য ক্লোজাপ এর একটি বিজ্ঞাপন - কাছে এসো, কাছে এসো, কাছে এসো না, বিজ্ঞাপনটি আপত্তিকর।চলচিত্র প্রচারের ক্ষেত্রে যেমন সেন্সর থাকে , ঠিক বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রেও সেন্সর থাকা জরুরী।
আর প্রসাধনীর মানের বিষয় দেখার কাগজে কলমে অনেক কিছু আছে বাস্তবে প্রয়োগ শূণ্যের কোঠায়। গ্রামে -গঞ্জে এখন মারাত্বক ভাবে একটা জিনিস লক্ষ করা যায় কি একটা ক্রিম দিয়ে মেয়েরা নিজেদের গায়ের রং ফর্সা করায় ব্যস্ত। সরকার বা সংশ্লিষ্ট কেউকি এ সবের ক্ষতিকর দিক গুলি জনগনের কাছে তুলে ধরতে পারে না?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




