কালকে বাসে করে বাসায় ফিরছি রাত ৯টার দিকে।
আমার পেছনে বসা একটা ছেলে মোবাইলে কারো সাথে কথা বলছিলো। খেয়াল করার পর বুঝলাম কোনো বন্ধুর সাথে কথা বলছে।
কি বলছিলো, তার চুম্বক অংশ শেয়ার না করে পারলাম না।
ছেলেটি: কিরে, তোর এখন প্রজেক্ট কয়টা চলে? (আমি মনে মনে ভাবলাম হয়তো কাজের ব্যাপারে কথা বলছে)
বন্ধু : (কয়টা বলল শুনতে পাই নাই)
ছেলেটি: একটা যাত্রাবাড়ি, আরেকটা কলাবাগান আরেকটা কই?
ওপাশের বন্ধুটি সম্ভবত বলল মিরপুরে।
ছেলেটি: ওহ, মিরপুরে।
(এতখন পর্যন্ত মনে হচ্ছিল কাজের ক্থাই বলছে।)
একটু পর শুনি ছেলেটা ফিসফিস করে বলছে: কোনো ছোটো বোন-টোন নাই?
এই অধম এতখনে বুঝলাম কোন প্রজেক্টের কথা হচ্ছিল।পৃথিবী অনেক এগিয়ে গেছে, আমি এখনো পেছনেই পড়ে আছি।
এই ছযে একটা ছেলে এতগুলা প্রেম করছে এর কারণ কি হতে পারে, চিন্তা করে দেখলাম নীচের ৩ টার যেকোনো একটা হবে:
১। ছেলেটা খুবই চালাক।
২। মেয়েগুলা বেশী বোকা।
৩। আর না হলে মুক্তবাজার অর্থনীতির যুগে দু পক্ষই "গিভ এন্ড টেক" পলিসি ফলো করছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




