
ফেসবুক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ‘টাইমলাইন’ ফিচারটির বিটা সংস্করণ চালু করেছে। প্রথম দেশ হিসেবে নিউজিল্যান্ডের ফেসবুক ব্যবহারকারিরা এ ফিচারটির সুবিধা পাবেন। অন্যান্য দেশেও খুব শিগগিরই ফিচারটি চালু হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। খবর সিনেটের।
সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত ফেসবুকের বার্ষিক আয়োজন ‘এফ ৮’ সম্মেলনে টাইমলাইন ফিচার বিষয়ে জানান এই সোশাল নেটওয়ার্কিং জায়ান্টের সিইও মার্ক জুকারবার্গ। তার ঘোষণা দেয়া ওই ফিচারটিই ৬ ডিসেম্বর বিটা পর্যায়ে চালু হলো।
‘ফেসবুক টাইমলাইন’ ফিচারটি ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইলটিকে নতুনভাবে দেখাবে। ফেসবুক ব্যবহারকারীর জীবনবৃত্তান্ত জানানোর সুযোগ হিসেবেই যোগ হচ্ছে টাইমলাইন ফিচারটি। এ ফিচারটির সাহায্যে গ্যালারি, ম্যাপ বা পোস্ট আকারে ব্যবহারকারীর জীবনবৃত্তান্ত প্রোফাইলে দেখানো হবে। এ ফিচারটিতে কভার, স্টোরিজ এবং অ্যাপস নামে তিনটি অংশ থাকবে।
কভার অংশটি ব্যবহারকারীর ছবি দেখাবে। এ অংশে বড়ো আকারের ছবি উপরের অংশ জুড়ে থাকবে। স্টোরিজ অংশটিতে সংক্ষিপ্ত জীবনী প্রকাশের সুযোগ থাকবে। অ্যাপস অংশটিতে ফেসবুক মিউজিক বা অন্যান্য অ্যাপ্লিকেশন ব্যবহারের জন্য সুযোগ দেয়া হবে।
ফেসবুক কর্তৃপক্ষ এ ফিচারটিকে বলছে, ‘ফেসবুকের নতুন পরিচয়’।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




