পড়াশুনার পাশাপাশি আব্বুর ট্র্যাভেল এজেন্সিতে পার্টটাইম জব করি,
আব্বু বলল, তুই একটু অফিসে যা, আজকে আর কেও আসেনি, একটা টিকেট সিস্টেম থেকে বের করতে হবে, আজকেই অপশন শেষ, তো কি আর করা, গেলাম সিস্টেম অন করে ক্লায়েন্টের জন্য ওয়েট করতে লাগলাম,একটু পর উনি আসলেন, চেহারা দেখে মনে হল নুর গড়িয়ে গড়িয়ে পড়ছে , আহা কি সেই নুরের ঝলকানি, আমি লোলুপ বা লুল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি
শিবিরের সাথিঃ আপনি জানেন আমরা ইউনাইটেড পাকিস্তান থাকলে আজ কোথায় চলে যেতে পারতাম?( আমি পুরাই বলদ হে এইডা আবার কি কয়
আমিঃ কোথায় যেতাম, স্বর্গে?
ছাগুঃ ( অগ্নিও চক্ষু গোলা নিক্ষেপ করে) আজ আমরা পরমানু বোমার অধিকারি হতাম, ইন্ডিয়া বর্ডারে কোনও উল্টাপাল্টা করতে পারতোনা
আমিঃ আচ্ছা থাক ও কথা আজকের দিনটা সম্পর্কে কিছু বলেন
বলদঃ ( বিমর্ষ বদনে) যা হওয়ার তা তো হয়ে গেছে
আমিঃ কি হইছে?
রগ কাটাঃ দেশ স্বাধীন হয়ে গেলো, মুসলিম ঐক্য টিকিয়ে রাখতে পারলাম না
আমিঃ পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি আমার তো মনে হয় এটা ভালই হইছে
পাদাঃ আমরা স্বাধীন হয়েছি ব্রিটিশ থেকে ,ভাইয়ের থেকে কি আলাদা হওয়া যায়?
আমিঃ আপ্নারা কেন স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন, একটু বিস্তারিত বলুন
আবালঃ ( পুরা রাইগা) কিসের স্বাধীনতা!! আমি যদি বলি পার্বত্য অঞ্চল স্বাধীন হয়ে যাক তখন আপনি কি বলবেন ( এটা কিন্তু ছাগুদের প্রিয় যুক্তি
আমিঃ আমি যদি পার্বত্য অঞ্চলের হতাম , আর বাঙ্গালি আর্মি আমাদের উপর নির্যাতন করতো তাহলে আমি অবশ্যই স্বাধীনতা কামনা করতাম
গেলমানঃ watan শব্দের অর্থ জানেন ( শালা কয় কি)
আমিঃ জানি মাতৃভূমি, তো
ছুপাঃ আমরা watan টিকিয়ে রাখতে যুদ্ধ করেছি
আমিঃ যুদ্ধ কোনটা , নিরীহ মা বোনদের ধর্ষণ করা
উনিঃ প্রস্থান করিলেন , এবং ১০ ডলার এয়ারলাইন্স ফাইন করলো
বুকিং কেন্সেল করার জন্য
উনার নুরানি চেহারা কোন কাজে লাগে বুঝতে পারলাম
আপ্নারা কেও বুঝেছেন,
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




