ব্লগে পত্রিকা কপি পেস্ট মারা আমার কাছে একদম ভালো লাগেনা, কিন্তু আনন্দবাজার পত্রিকার এই লাইন গুলা দেখার পর মেজাজ টা পুরা খারাপ হয়ে গেলো
"২০০১-এর এপ্রিলে মেঘালয়ের পিরদিউয়া ‘অ্যাডভার্স পজেশন’-এ মোতায়েন ১৫ জন বিএসএফ জওয়ানকে বাংলাদেশি ভূখণ্ড বরাইবাড়িতে টেনে নিয়ে গিয়ে নৃশংস অত্যাচারের পরে খুন করা হয়। বাংলাদেশের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআর (বাংলাদেশ রাইফেলস)-এর বেশ কিছু সদস্যও এ কাজে ইন্ধন জুগিয়েছিল বলে অভিযোগ। এ ঘটনার পরে দু’দেশের সম্পর্ক সাংঘাতিক খারাপ দিকে মোড় নিয়েছিল। ঘটনাচক্রে আওয়ামি লিগের আগের আমলের শেষ দিকেই এই ঘটনা ঘটেছিল।
নিজেরা চোরের মত ঢুকতে গিয়া বিডিআর যে আইক্কা বাঁশ দিছিল এইডা পুরা বেমালুম ভুইলা গেছে
****আহারে আমার খোকা বাবু অন্যায় ভাবে টেনে নিয়ে মেরে ফেলেছে******
খবরের লিঙ্কhttp://www.anandabazar.com/26bdesh1.html

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




