. এ বিষয়টি মাথায় রেখে এবার মাল্টিলেভেল মার্কেটিংয়ের প্রতিদান স্কীম (remuneration scheme) টি পর্যালোচনা করা যাক। এ সিস্টেমের সর্বোচ্চ চূড়ায় রয়েছে কিছু রাঘব বোয়াল যারা প্রথম দিককার সদস্য। এরপর থেকে যারাই এর সাথে যুক্ত হতে চেয়েছে তাদের প্রত্যেককে বিদ্যমান রাঘব বোয়ালদের রেফারেন্স ** সাপেক্ষেই পণ্য কিনতে (বা দালালির অধিকার নিতে) বাধ্য করা হয়েছে। অর্থ্যাৎ, উচ্চতর দালালের অধীনস্ততা না মেনে সরাসরি কোম্পানির দালাল হওয়ার রাস্তা খোলা রাখা হয়নি। কারণ,তখন উচ্চতর রাঘব বোয়ালদের বসে বসে কিংবা তথাকথিত ‘তত্ত্বাবধানের’ নামে কোটি কোটি টাকা কামানোর রাস্তা বন্ধ হয়ে যায়। তাছাড়া, তখন তাদেরকেও সবসময় সরাসরি পণ্য বিক্রয়ের (direct selling of goods) কঠোর শ্রম দিতে হয়। নামকাওয়াস্তে ‘তত্ত্বাবধান’ নামক শ্রমের মাধ্যমে (তাও আবার অনেক ক্ষেত্রে কাল্পনিক/imaginary) কোটি কোটি টাকা কামানোর সুযোগ থাকলে সরাসরি পণ্য বিক্রয়ের (direct selling of goods) কঠোর শ্রম দিয়ে মাসে মাত্র কয়েক হাজার টাকা ইনকাম করতে যায় কোন বোকা! কারণ, ডাউনলাইন নিজের অর্থগৃধ্নু মানসিকতায় যথাযথ সচেতন হলে তাদের শ্রমেই দালালচক্রের সংখ্যা বাড়তে থাকে যার কমিশন অনায়াসে আপলাইনের উস্তাদদের কাছে পৌঁছে যায়। এখানে একটি সরল প্রশ্ন হচ্ছে, ইসলাম শ্রম ও পারিশ্রমিকের মধ্যে যে সুমহান ও ভারসাম্যপূর্ণ নীতি নির্ধারণ করেছে তার অধীনে এ রকম মতলববাজীর স্থান থাকতে পারে কি ?
সারকথা, বাড়ী ভাড়ার আয়ে কোন রকম বহু স্তর সুবিধা (multi level benefit) নেই, যার সাথে তুলনা করে মাল্টিলেভেল মার্কেটিংয়ের বৈধতা বিবেচনা করা যেতে পারে।
** এখানে কেউ কেউ বলতে চেয়েছেন ব্যাংকের নতুন একাউন্ট হোল্ডার হতে বিদ্যমান একাউন্ট হোল্ডারের রেফারেন্স প্রয়োজন পড়ে। সেটি আপত্তিকর না হলে মাল্টিলেভেল মার্কেটিংয়ে রেফারেন্স বাধ্যতামুলক হলে অসুবিধা কোথায় ? এর জবাবে বলা যায়, ব্যাংকে রেফারেন্স দাবি করার পেছনে মূলত সিকিউরিটি ইস্যু জড়িত; সেখানে কোন প্রকার আর্থিক মতলববাজী নেই। অর্থ্যাৎ, ব্যাংকের রেফারীকে রেফারেন্সের কারণে কোন আর্থিক সুবিধা দেয়া হয় না । পক্ষান্তরে, মাল্টিলেভেল মার্কেটিংয়ে উচ্চতর দালালের রেফারেন্স বাধ্যতামুলক হওয়ার পেছনে জঘন্য রকমের আর্থিক মতলববাজী ও হীনস্বার্থ জড়িত রয়েছে।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১০ সকাল ৮:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




