ভাববাদে মানুষের আত্মিক পরিশুদ্ধি ঘট্লে আদর্শিক মানসিকতার মার্জিত ফলনে ভরপুর হয়ে ওঠে উন্নত জীবনের জমিন। ভাববাদ মানুষের চিন্তার খোরাক জোগায়। আবহমানকালব্যাপী চলে আসছে মনীষীদের বিদগ্ধ চিন্তাপ্রসূত কথামালা্ল সেটার অনুসরণে অনুকরণীয় দৃষ্টান্তের প্রারম্ভিকতা ঘটে।
নৈতিকতার বলয়ে মানবিকতার সাবলীল রূপরেখা চিত্রিত হয়। ইহজগতের সীমানা পেরিয়ে মানুষ তার মানবীয় গুণাবলিকে পারলৌকিক কিংবা ঐশ্বরিকতার পর্যায়ে নিতে চেষ্টা করে, গতানুগতিক চিন্তাচেতনা থেকে একটু আলাদা্ল একটু স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হয়।
সহনশীলতার মূল্যবোধটাকে যদি অাঁকড়ে ধরতে না পারি, তাহলে তো জীবনবোধের দুর্বোধ্য কথামালাকে সহজলভ্য বা সহজপ্রাপ্য করতে প্রচণ্ডভাবে বাধাগ্রস্ত হব্লে জীবনের মানবীয় চিন্তাধারাগুলো ইতস্ততভাবে আসফালিত হবে কিংবা নৈতিকতার গণ্ডির মাঝে অনৈতিক নতুবা অপ্রাসঙ্গিক শব্দশূল এমনভাবে বিদ্ধ হবে যে আমরা আমাদের চিরায়ত শাশ্বত রূপরেখা থেকে লাইনচু্যত হবো; নিক্ষিপ্ত হবো অনাকাড়িক্ষত সব ঘটনাপ্রবাহে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



