। তারা জন্ম থেকেই অন্ধ(আম্মাআআ) । তারা কোনো দিন রসগোল্লা খায়নি। তারা জানে না রসগোল্লা খেতে কেমন। একবার এক বাড়িতে বেড়াতে গেল অন্ধরা। ওই বাড়ির লোকজন তাদের জিজ্ঞেস করল্লরসগোল্লা খাইবা? অন্ধরাতো ঠাহর করতে পারেনা রসগোল্লা আবার কী জিনিস। তাই জিজ্ঞেস করল রসগোল্লা দেখতে কেমন?
বাড়ির লোকজন অবাক হলো রসগোল্লা আবার কেমন? কেমন করে তারা অন্ধদের বোঝাবে রসগোল্লা কেমন। রসগোল্লা রসগোল্লার মতোই। কিন্তু অন্ধদেরতো বোঝাতে হবে। বলল-রসগোল্লা বকের মতো সাদা।
অন্ধরা কিন্তু বকও দেখেনি। আবার প্রশ্ন করল্ল বক কেমন?
লোকজন আরেক ঝামেলায় পড়ল। বক কেমন বোঝাতে সে এটাসেটা অনেক কিছু খুঁজে একটা দড়ি পেল। সেই দড়িটাই বাকা করে অন্ধদের হাতে দিয়ে বোঝাতে চাইল বক দেখতে এ রকম।
অন্ধরা হাত দিয়ে বকের গঠন দেখল। দেখে তারা অবাক হলো। এমন চিকন শক্ত জিনিস মানুষ খায়?
বলল, না আমরা রসগোল্লা খাব না।
কাজেই রসগোল্লা না খাওয়ায় অন্ধদেরও আর জানা হলো না রসগোল্লা কেমন।
(বাঁচাওওও)
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০০৬ সকাল ৯:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



