somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গৃহপালিত পশু গরু : সমস্যা ও সমাধান

২৭ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

*সমস্যা: আমার একটি গরুর ফার্ম আছে, কিন্তু Australian গাভী কাধে ঘা ঘা হচ্ছে।

*সমাধান: ১. প্রথমে পটাশ পার ম্যাঙ্গানেট (ppm) এর পানি দারা ক্ষত স্থান ধুয়ে নিতে হবে। ২. Nevanol powder নারিকেল তৈল দারা ক্ষত স্থান লাগাতে হবে। ৩. Renamycim100 এন্টিবায়োটিক ইঞ্জেকশন দিতে হবে। প্রতি ১০ কেজি ওজনের জন্য ১ এম এল, এ ভাবে ১০০ কেজি ওজনের জন্য ১০ এম এল পরিমাণ ওষধ দিতে হবে। • ক্ষত স্থানে কোনো অবস্থাতেই মাছি বসতে দেয়া যাবেনা।

সমস্যা: আমার একটি গরু পাতলা পায়খানা করতেছে, কি করব? নাকি পাতা কৃমি হচ্ছে।গরু মোটা তাজা করার জন্য কি ভিটামিন খাওয়াব। গরুর শরীরে গুটি গুটি হয়েছে। অ্যালার্জির মতো ।

*সমাধান: বর্তমানে গরুর পাতলা পায়খানার জন্য- Trisulfa/Trisulpha, প্রথম দিন প্রতি ৩৫ কেজির জন্য ১ টা (অর্থাৎ গরুর ওজন যদি হয় ৩৫x২=৭০ কেজি তবে ২ টা বা গরুর ওজন যদি হয় ৩৫x৩= ১০৫ কেজি তবে ৩ টা) টেব্লেট খাওয়াতে হবে। ২য় দিন থেকে অর্ধেক করে খাওয়াতে হবে। কৃমির ওষধ এখন খাওয়ানো যাবেনা, আগে গরু সুস্থ হোক তার পর। গরুর কৃমি ও এলার্জির জন্য উপজেলা পশু হাসপাতালে যোগাযোগ করুন।

*সমস্যা: একটি গরুর বয়স ১৯ মাস। ওজন ১ হতে ২ মন। বাছুরটির ভিটামিনের অভাব, মোটা তাজা করার দারকার, কি করতে পারি।

*সমাধান: গরুকে নিয়মিত কাচা ঘাস, দানাদার খাবার, ইউরিয়া মলাসেস, খড় ও পানি খাওয়াতে হবে। আরো বিস্তারিত জানতে নিকটষ্ঠ উপজেলা পশুসম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগ করুন।

*সমস্যা: গরুর এলার্জি হয়েছে, কি করতে হবে দয়া করে জানাবেন,

*সমাধান: ১. Vermic 5 ml, গরুর প্রতি ৫০ কেজি ওজনের জন্য 1 ml, এই হারে ইঞ্জেকশন টি গরুর চামড়ার নিচে দিতে হবে, ২. Dellergen 10 ml, গরুর প্রতি ২৫ কেজি ওজনের জন্য 1 ml, এই হারে ইঞ্জেকশন টি গরুর মাংসে দিতে হবে, ৩. Zinc Vet, ১ টি করে দৈনিক ১ বার গরুকে খাওয়াতে হবে, এভাবে গরুকে ৫ দিন খাওয়াতে হবে।

সমস্যা: আমার গরু ৮-৫ দিন ধরে কোনো কিছু খায়না, বয়স ৫ বছর, করনীয় কি জানাবেন।

*সমাধান: ১. ৫% ডেক্সটোজ স্যালাইন ১ লিটার, গরুর রোগে দিতে হবে, প্রতিদিন ১ টা করে ২-৩ দিন, ২. যদি পানি খায় তবে গ্লুকলাইট স্যালাইন ৪ ভাগের এক ভাগ ৫ লিটার পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে। ৩.সালফার প্লাস টেব্লেট ৪ টা প্রথম দিন ও পরের দিন থেকে ২ তা করে খাওয়াতে হবে।

*সমস্যা: আমার বিদেশী গাভীর দুধ সাভাবিকের তুলনায় কম হচ্ছে, এবার দিয়ে ২ বার দুধ দিচ্ছে, করনিয় কি ?

*সমাধান: প্রাথমিক ভাবে যেসব গাভী ৩ কেজি পর্যন্ত দুধ দেয় তাদের ক্ষেত্রে প্রতিদিন- ৩ কেজি দানাদার খাবার (চালের কুড়া, ভূসি, ভুট্টা ভাঙ্গা) এর সাথে সাভাবিক খাবার যেমন- ১. ১০-১২ কেজি কাঁচা ঘাস ২. খড় (২০০ গ্রাম মোলাসেস মিশিয়ে দিতে হবে) ৩. DCP (Di calcium Plus)- প্রতিদিন ১০ চা চামচ খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে হবে। পরবর্তী বাড়তি প্রতি ১ কেজি দুধের জন্য বাড়তি আধাকেজি দানাদার ও উপরোক্ত সাভাবিক খাবার দিতে হবে।

*সমস্যা: গরুর পেট ফাঁপে যাচ্ছে, পায়খানা খুব শক্ত।

*সমাধান: • ব্লট স্টপ/ এন্টি ব্লট সিরাপ এক বোতল একটি গরুকে খাওয়াতে হবে। • খাবার পানির সাথে ১-২ গ্রাম খাবার সোডা দেয়া যেতে পারে।

*সমস্যা: গরুর পেট ফাঁপে যাচ্ছে, পায়খানা খুব শক্ত, গর্ভপাতের ডেট /

*সমাধান: আপনার সমস্যার সমাধান নিম্নরুপ- •ব্লট স্টপ/ এন্টি ব্লট সিরাপ এক বোতল একটি গরুকে খাওয়াতে হবে। •খাবার পানির সাথে ১-২ গ্রাম খাবার সোডা দেয়া যেতে পারে।

*সমস্যা: গাভীর বাচ্চা হওয়ার পর গাভীটির দুধ হত দৈনিক ৪/৫ সের কিন্তু বাচ্চা হওয়ার ৭ দিনের মধ্যে গাভীটির দৈনিক দুধ হয় ১/২ সের। এ অবস্থায় কি করনীয় ।

*সমাধান: স্বাভাবিক খাবারের পাশাপাশি দানাদার জাতীয় খাবার দিতে হবে।

সমস্যা: গরুর ঘারে ও হাঁটুতে ঘাঁ হয়েছে, চুল উঠে যাচ্ছে, পরামর্শ কী?

*সমাধান: প্রতিদিন একটি জিংকভেট টেবলেট ও ৫ চামিস মেগাভেট পানিতে গুলে খাওয়াতে হবে এবং এর সাথে ডার্মাভেট ওয়েন্মেন্ট মলম চামড়াতে মালিশ কতে হবে।

*সমস্যা: গরুর ঘারে ও হাঁটুতে ঘাঁ হয়েছে, চুল উঠে যাচ্ছে, পরামর্শ কী?

*সমাধান: প্রতিদিন একটি জিংকভেট টেবলেট ও ৫ চামিস মেগাভেট পানিতে গুলে খাওয়াতে হবে এবং এর সাথে ডার্মাভেট ওয়েন্মেন্ট মলম চামড়াতে মালিশ কতে হবে।

*সমস্যা: গরূর খুরায় ফোসকা পড়ে,ছড়িয়ে পরে সারা গায়ে, গা এর মত হয় এর করনীয় জানাবেন

*সমাধান: আক্রান্ত গরুকে রোদযুক্ত জায়গায় নিয়ে পভিসেট তুলা দিয়ে পরিষ্কার করে সুমিটভেট পাউডার পেস্ট করে সকালে ও বিকালে লাগাতে হবে।

সমস্যা: গাভীর শরীল ভাল। ওলান দেখে মনে হয় ১০ কেজি দুধ হয় কিন্তু ২ কেজির বেশী হয় না। গাভীর বাচ্চার বয়স ৪০ দিন।

*সমাধান: কাচা ঘাস এবং দানাদার খাবার যেমন দিন।

*সমস্যা: গরুর বয়স ৩ বছর। গাভীর বাচ্চা হওয়া ৩ মাস গাভীর খাওয়ার রুচি কম এবং গাভীটি দিনে দিনে সুখে যাচ্ছে এবং দুধ ২ কেজী থেকে ১ কেজী হচ্ছে এর উপায় কি?

*সমাধান: গরুকে ভিজিম্যাক্স খাওয়াতে হবে।

*সমস্যা: একটি গরুর গায়ে ছোট ছোট দাগ দেখা যাচ্ছে। যা মনে হয় চামড়া উঠে যাচ্ছে। এর প্রকিার কি?

*সমাধান: ১. হিষ্টাভেট (Hsavet) ৫ মিলি তিনদিন তিনটা ইনজেকশন দিতে হবে। ২. ইনডেক্স ট্যাবলেট (Index Tablet) ২ মণ এর বেশি ওজন হলে ২টা, ১ মণ হলে ১টা এবং ১০-২০ কেজি দৈহিক ওজন হলে চার ভাগের একভাগ খাওয়াতে হবে।

*সমস্যা: গরু মাঝে মাঝে খাইতে পায় না। এক্ষেত্রে কি করা যাইতে পারে।

*সমাধান: ২০ গ্রামের ভিজিম্যাক্স পাউডার সবটুকু ১-২ লিটার খাবার পানিতে ভালোভাবে মিশিয়ে বোতল বা স্টমাক টিউবের সাহায্যে পরপর ২-৩ দিন সেবন করাতে হবে।

সমস্যা: গরুর (বলদ) বয়স ১৮-২০ মাস। প্রাসাব করার সময় সাদা সাদা দেখা যায়। এবং দিন দিন শুকিয়ে যায় করনীয় কি?

*সমাধান: মাল্টিভিটামিন ১০ মিলি করে ৭ দিন পরপর ৩টি ইনজেকশন দিতে হবে।

*সমস্যা: গরুকে কিভাবে মোটাতাজা করবো, জানাবেন।

*সমাধান: ১০ কেজি খড় ছোট ছোট করে কেটে তার সাথে ৫ কেজি পানি, ২.৫-৩.৫ কেজি মোলাসেস (চিটা গুর) এবং ৫০০ গ্রাম ইউরিয়া মিসিয়ে (৪ টি গরুর জন্য) পরিমান মতো নিয়মিত খাওয়াতে হবে। সাথে কাচা ঘাস ও নিয়মিত জত্ন নিতে হবে।

*সমস্যা: ৪টি বকনা গরুর বয়স ৪ বছর মত তাদের প্রত্যেকেরই খাওয়ানো ঠিক মত হলেও শরীরের তুলনায় পেট বেশী মোটা স্বাস্থ্য তেমন ভালো হচ্ছে না।

*সমাধান: কৃমি নাশক দিয়ে কৃমি মুক্ত করলে স্বাস্থ্য ভালো হবে।

*সমস্যা: একটি গরুর দেড় বছর ধরে বীজ রাখতে পারে না। এটা ইনজেকশনের গরু একে হরমোন ইনজেকশন ও দেয়া হয়েছে কিন্তু কোন কাজ হয়নি। গরুটির অনেক চর্বি ও মোটা তাজা। অনেক ডাক্তার দ্বারা চিকিৎসা করা হয়েছে কিন্তু তারপরেও বাচ্চা হচ্ছে না। গরুটি আজও ডেকেছে। এর প্রতিকার কি?

*সমাধান: হরমোন ইনজেকশন দেওয়ার পরও গরু বীজ ধরে রাখতে পারে না তাই এবার গরু হিটে আসলে দেশী সার দিয়ে চেষ্টা করতে হবে।

সমস্যা: একটি গরুর দেড় বছর ধরে বীজ রাখতে পারে না । এটা ইনজেকশনের গরু একে হরমোন ইনজেকশন ও দেয়া হয়েছে কিন্তু কোন কাজ হয়নি । গরুটির অনেক চর্বি ও মোটা তাজা অনেক ডাক্তার দ্বারা চিকিৎসা করা হয়েছে কিন্তু তারপরেও বাচ্চা হচ্ছে না। গরুটি আজও ডেকেছে। এর প্রতিকার কি?

*সমাধান: দেশী গরু দিয়ে কাজ না হলে গরুটির বীজজনিত সমস্যা আছে। তাই গরুটি বিক্রি করে দেওয়া

ভালো।

*সমস্যা: একটি গরু বীজ রাখতে পারে না। এটা ইনজেকশনের গরু একে হরমোন ইনজেকশন ও দেয়া হয়েছে কিন্তু কোন কাজ হয়নি । গরুটির অনেক চর্বি ও মোটা তাজা অনেক ডাক্তার দ্বারা চিকিৎসা করা হয়েছে কিন্তু তারপরেও বাচ্চা হচ্ছে না। গরুটি আজও ডেকেছে। এর প্রতিকার কি?

*সমাধান: হরমোন ইনজেকশন দেওয়ার পরও গরু বীজ ধরে রাখতে পারে না তাই এবার গরু হিটে আসলে দেশী সার দিয়ে চেষ্টা করতে হবে। অথবা নিকটস্থ পশু হাসপাতাল থেকে কৃত্রিম প্রজনন করে নিতে পারেন।

*সমস্যা: একটি বকনা গরু আছে। বয়স ২ বছর দেশী গরুর বাচ্চা। প্রচুর খাদ্য খায় কিন্তু শরীর দুর্বল এবং স্বাভাবিকতার চেয়ে পেট বেশী মোটা এ থেকে প্রতিকার কি ?

*সমাধান: কৃমিনাশক বড়ি দিয়ে কৃমি মুক্ত করলে গরুর স্বাস্থ্য ভালো হবে।

*সমস্যা: একটি দেশী গরু যাহার বয়স ৫ বৎসর । গরুটির হঠাৎ করে কয়েক দিন আগে হাত-পা পড়ে গেছে যার ফলে গরুটি আর উঠে দাড়াতে পারছে না। গরুটি দিন দিন শুকিয়ে যাচ্ছে। উপায় জানালে উপকৃত হতাম।

*সমাধান: আপনার নিকস্থ থানা পশু সম্পদ হাসপাতালে যোগাযোগ করতে হবে।

*সমস্যা: গাভীর বয়স ৫ বছর ,অনেক দিন ধরে গাভী গভ্ন হচ্ছে না । সঠিক সমাধান চাই

*সমাধান: (১) ৭ দিন পরপর এডি৩ই ইনজেকশন ৩টি দিতে হবে। (২) কৃত্রিম প্রজনন করাতে হবে নিকটস্থ পশু হাসপাতালে।

*সমস্যা: দুইবার বাচ্চা দেয়ার পর ও পরবর্তীতে গরুর হীট থাকছে না ,হীট থাকার কোন পদ্ধতি থাকলে সে সম্পর্কে পরামর্শ চাই ।

*সমাধান: সাত দিন পরপর এডি৩ই ইনজেকশন ৩টি দেওয়ার পর কৃত্রিম প্রজনন করাতে হবে।

*সমস্যা: সংকর জাতের গরু কি ভাবে পাবো ?

*সমাধান: গাভী যখন গরম হবে তখন সরকারী পশু হাস্পাতাল/ব্রাক থেকে বিদেশী বলদের বীজ সংগ্রহ করে সংকর জাতের বাচচা পাওয়া যায়।
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৫৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বরিষ ধরা-মাঝে শান্তির বারি

লিখেছেন বিষাদ সময়, ০৬ ই মে, ২০২৪ দুপুর ১২:১৬





মাসের আধিক কাল ধরে দাবদাহে মানব প্রাণ ওষ্ঠাগত। সেই যে অগ্নি স্নানে ধরা শুচি হওয়া শুরু হলো, তো হলোই। ধরা ম্লান হয়ে, শুষ্ক হয়, মুমূর্ষ হয়ে গেল... ...বাকিটুকু পড়ুন

=নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-৭ (আকাশ ভালোবেসে)=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৬ ই মে, ২০২৪ দুপুর ২:১৯

০১।



=আকাশের মন খারাপ আজ, অথচ ফুলেরা হাসে=
আকাশের মন খারাপ, মেঘ কাজল চোখ তার,
কেঁদে দিলেই লেপ্টে যাবে চোখের কাজল,
আকাশের বুকে বিষাদের ছাউনি,
ধ্বস নামলেই ডুবে যাবে মাটি!
================================================
অনেক দিন পর আকাশের ছবি নিয়ে... ...বাকিটুকু পড়ুন

পানি জলে ধর্ম দ্বন্দ

লিখেছেন প্রামানিক, ০৬ ই মে, ২০২৪ বিকাল ৪:৫২


শহীদুল ইসলাম প্রামানিক

জল পানিতে দ্বন্দ লেগে
ভাগ হলোরে বঙ্গ দেশ
এপার ওপার দুই পারেতে
বাঙালিদের জীবন শেষ।

পানি বললে জাত থাকে না
ঈমান থাকে না জলে
এইটা নিয়েই দুই বাংলাতে
রেষারেষি চলে।

জল বললে কয় নাউযুবিল্লাহ
পানি বললে... ...বাকিটুকু পড়ুন

সমস্যা মিয়ার সমস্যা

লিখেছেন রিয়াদ( শেষ রাতের আঁধার ), ০৬ ই মে, ২০২৪ বিকাল ৫:৩৭

সমস্যা মিয়ার সিঙ্গারা সমুচার দোকানে প্রতিদিন আমরা এসে জমায়েত হই, যখন বিকালের বিষণ্ন রোদ গড়িয়ে গড়িয়ে সন্ধ্যা নামে, সন্ধ্যা পেরিয়ে আকাশের রঙিন আলোর আভা মিলিয়ে যেতে শুরু করে। সন্ধ্যা সাড়ে... ...বাকিটুকু পড়ুন

এই মুহূর্তে তারেক জিয়ার দরকার নিজেকে আরও উন্মুক্ত করে দেওয়া।

লিখেছেন নূর আলম হিরণ, ০৬ ই মে, ২০২৪ সন্ধ্যা ৬:২৬


তারেক জিয়া ও বিএনপির নেতৃত্ব নিয়ে আমি ব্লগে অনেকবারই পোস্ট দিয়েছি এবং বিএনপি'র নেতৃত্ব সংকটের কথা খুব স্পষ্টভাবে দেখিয়েছি ও বলেছি। এটার জন্য বিএনপিকে সমর্থন করে কিংবা বিএনপি'র প্রতি... ...বাকিটুকু পড়ুন

×