![]()
মেয়েদের দীঘল কালো চুলের বাহার নিয়ে যুগে যুগে এশিয়ায় কত না গল্প কবিতা লেখা হয়েছে, তবে সবাইকে যেন টেক্কা দিয়েছে চিনের হুয়াং গ্লু ইয়ো গ্রামের সংখ্যালঘু আদিবাসী রেড ইয়ো মেয়েরা, ইতিমধ্যে তারা পৃথিবীর সবচেয়ে প্রথম ও সর্বোচ্চ বর্ধনশীল লম্বা চুলের জন্য নাম লিখিয়েছেন গিনেস ওর্য়াল্ড রেকর্ডস বুকে, জানা য়ায়, রেড ইয়ো মেয়েরা তাদের সরাজীবণ ধরে চুলের যত্ন নেয়, জীবনে মাত্র একবার তারা চুল কাটেন, তারপর থেকেই সেই চুল কেবল বাড়ানোর দিকেই নজর দেয়, তাদের এককজনের চুলের গড় দৈর্ঘ্য প্রায় ৫.৫ ফুট লম্বা হয়, তবে তাদের মধ্যে সবেচেয়ে সর্বোচ্চ যে বড় ও লম্মা চুলের নজির পাওয়া গেছে তার দৈর্ঘ্য ছিল ৬.৮ ফুট, আররও জানা যায়, রেড ইয়ো মেয়েরা তাদের বিশ্বাস লম্বা চুল র্দীঘ্যয়ু, ধন এবং উজ্জল ভবিষ্যতের প্রতীক। তাই জন্মের পর থেকেই একমাত্র ১৬ বছর বয়সেই তারা একবার চুল কাটেন, তার পর থেকেই চলে তাদের মনের মানুষের খোঁজার পালা, অর্থাৎ বিয়ের বযস হবার পর তারা চুল কাটেন।
তবে তাদের এই দীঘল কালো চুরেল সৌন্দর্য সাবই দেখানোর জন্য নয়, আগে বিয়ের পর একমাত্র তার স্বামী ও সন্তান ছাড়া আর কেউ এই চুল দেখতে পারবেনা এই রকম একটি রেওয়াজ ছিল, যদি কোন পুরুষ এই রেড ইযো মেয়েদের ঘোমটা বিহীন অবস্থায় দেখে ফেলত শাস্তি হিসাবে তাকে পরিবার ও সামাজ হতে তিন বছরের জন্য বের করে দেওয়া হতো, নির্বাসনে পাঠাতো অন্য জায়গায়। তবে এই নিয়ম আর নেই বর্তমানে পাল্টে গেছে সেই পুরানো নিয়ম, ১৯৮৭ সাল থেকে রেড ইযো মেয়েরা এই অবরুব্ধ অবস্থা হতে মুক্তি পেলেও সযত্নে লালন করে রেখেছে লম্বা চুলের ঐহিহ্য। ফলে গ্রামে ১২০ জন মহিলা গর্বের সঙ্গে সারা বিশ্বকে দেখিয়েছেন তাদের দীঘল চুরের অপরুপ সৌন্দর্য, যা তাদের গ্রামকে স্থান দিয়েছে সবচেয়ে লম্বা চুলের নারীদের গ্রাম হিসাবে গিনেস বুক অব দ্যা ওর্য়ান্ড রের্কড। এখন চাইলে বিশ্বের যে কেউ যে কোন পর্যটক ঘুরে আসতে পারেন চীনের রেড ইয়ো অধ্যুষিত দীঘল চুলের মেয়েদের গ্রামটিতে। গরমের শেষে যখন শরতের শুভ্র মেঘ ভেসে বেড়ায় চারপাশ তখন রেড় ইয়ো মেয়েরা জিনজিয়াং নদীতে তাদের চুল ধুয়ে নেয়, আর যখন তাদের দীঘল কালো চুল শুকানোর জন্য মেলে ধরেন রোদে তখন সেটি দেখার মতোই দৃশ্য হয়।
![]()
জিনজিয়াং নদীতে রেড ইয়ো নারীদের চুল ধুয়ার দৃশ্য।
![]()
রেড ইয়ো নারীদের চুল প্রদর্শনী।
![]()
রেড ইয়ো নারীদের চুলের খোপার দৃশ্য।
![]()

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




