১) ইমেজ ফাইল হিসেবে,
২) পিডিএফ ফাইল হিসেবে।
১) ইমেজ ফাইল হিসেবে যেভাবে নিবেনঃ আপনার কি-বোর্ডের 'PrtSc/SycRq' বাটনটি চাপুন। চাপার পর paint, photoshp বা যেকোন ধরণের ইমেজ এডিটর সফটওয়ারে paste করুন, ব্যাস হয়ে গেল।
বড় করে দেখতেঃ View this link
সেখানে ক্লিক করে save বা copy তে যান, যাওয়ার পর পুরো পেইজের স্ক্রীনশট নেওয়ার জন্য complete page/Frame এ ক্লিক করুন। বাকি অপশনগুলো দেখেই বুঝতে পারবেন...
তবে অনেক বড় পেইজের স্ক্রীনশট এভাবে নিতে চাইলে ফায়ারফক্স হ্যাং হয়ে যেতে পারে...
১) পিডিএফ ফাইল হিসেবে যেভাবে নিবেনঃ এইটা একেবারেই সোজা, আপনি http://pdfmyurl.com/ এ গিয়ে যে পেইজের পিডিএফ নিতে চাচ্ছেন, তার লিঙ্ক দিয়ে দিন, তাহলেই হবে। তারপর পিডিএফ ফাইলটি আপনার পিসিতে ডাউনলোড করতে বলবে, আপনি করবেন। এটার মাধ্যমে, বিশেষ করে বড় পেইজগুলোর ব্যাকআপ নিতে সুবিধা।
মডারেটররা যদি পোস্ট মুছে দিয়ে থাকে, তাহলে যা করবেনঃ নিয়ম ভঙ্গের কারণে কি মডুরা পোস্ট মুছে দিয়েছে?
বড় করে দেখতেঃ View this link
তবে গুগল ক্যাশের সমস্যা হলঃ
১) পোস্টটির সর্বশেষ অবস্থা দেখা যায় না, অর্থ্যাৎ হারানো পোস্টের সকল কমেন্ট থাকেনা।
২) পোস্টের হিট, কমেন্ট সংখ্যা, রেটিং এর যে বার সেটি দেখা যায় না।
এরপর যেভাবে সবার সাথে ফাইল শেয়ার করবেনঃ http://www.mediafire.com/ এ গিয়ে আপলোড করে আসুন, আপলোড করতে, এখানে একাউন্ট খোলা লাগেনা
অনেকেই মনে হয় এগুলো জানেন, তাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১০ রাত ৯:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




