ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার চক্রান্ত রুখে দাঁড়াতে হবে
ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হবে আইনমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদে সারাদেশে ফুঁসে উঠেছে তৌহিদী জনতা।
গতকাল সারাদেশে বাদ জুমা হাজার হাজার মুসল্লী আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা আইনমন্ত্রীর পদত্যাগও দাবি করেন। এসব সমাবেশ ও মিছিলে বলা হয়, সারা বিশ্বে ধর্মীয় রাজনীতি চালু করলে বাংলাদেশে তা নিষিদ্ধ করার অধিকার কারো নেই। ফরিদপুর : ‘ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করা হবে' আইনমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদে গতকাল বাদজুমা ফরিদপুরে বিক্ষোভ মিছিল করেছে মুসুল্লীরা। আইনমন্ত্রীর এই ধরনের বক্তব্য দেয়ার অধিকার নেই উল্লেখ তারা তীব্র ক্ষোভ ও নিন্দা জানান। তারা আইনমন্ত্রীর পদত্যাগও দাবি করেন। বাদজুমা হাজার হাজার মুসুল্লীদের অংশ গ্রহণে বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে মিছিলটি চকবাজার মোড় হয়ে ইসলামী ব্যাংক চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আবুল হুসাইন, রেজাউল করিম মিন্টু প্রমুখ। বক্তারা যে কোন মূল্যে এদেশে ইসলামী রাজনীতি বন্ধের ষড়যন্ত্র রুখতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
খুলনা : ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা সংক্রান্ত আইনমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ইসলামী জনতার উদ্যোগে খুলনা মহানগরীর পাঁচটি থানা ও জেলার বিভিন্ন থানায় পৃথক পৃথক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসব সমাবেশে বক্তারা বলেন, ইসলামী রাজনীতি বন্ধের অপচেষ্টা করা হলে আওয়ামী মহাজোট সরকার পতন আন্দোলন শুরু হবে। আইনমন্ত্রীর ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের খায়েশের ব্যাপারে স্পষ্ট কথা হচ্ছে ইসলামী রাজনীতি বন্ধের চেষ্টা করা হলে এ দেশের ধর্মপ্রাণ জনগণ আইনমন্ত্রীর রাজনীতিকেই বন্ধ করে দেবে। গতকাল শুক্রবার পৃথক পৃথক সমাবেশে বক্তারা এ কথা বলেন।
খুলনা সদর ও সোনাডাঙ্গা থানার যৌথ উদ্যোগে নগরীর ডাক বাংলা চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, মাওলানা আবুবকর সিদ্দিক, মাওলানা জিএম শফিকুল ইসলাম, মাওলানা আব্দুর রউফ, মাওলানা আব্দুল গফফার, মাওলানা আবুল কালাম আজাদ, হাফেজ নাসিরুল্লাহ, মাওলানা আজমাঈন, মাওলানা মনোওয়ার হোসাইন মাদানী, মাওলানা আবু সাঈদ, মাওলানা আব্দুস শুকুর, মাওলানা আব্দুল কুদ্দুস প্রমুখ।
দৌলতপুর থানার উদ্যোগে স্থানীয় বাসস্ট্যান্ডে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মাওলানা গোলাম মোস্তফা, মাওলানা আবু আনসারি, মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা নুরুন্নবী প্রমুখ।
খালিশপুর থানার উদ্যোগে স্থানীয় চিত্রালী বাজারের মোড়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এত বক্তব্য দেন মাওলানা মোশাররফ হোসেন, মাওলানা আবু জুবায়ের, মাওলানা গোলাম মোস্তফা, মাওলানা আব্দুল মতিন প্রমুখ।
খানজাহান আলী থানার উদ্যোগে স্থানীয় ফুলবাড়িগেট বাসস্ট্যান্ডে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আব্দুল কায়েস, মাওলানা মুশাররফ হোসেন প্রমুখ।
ফুলতলা থানার উদ্যোগে স্থানীয় বাসস্ট্যান্ডে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মাওলানা আতিউর রহমান, মাওলানা আব্দুল গফ্ফার, মাওলানা শফিউল্লাহ, মাস্টার আব্দুস সালাম, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা ওবাইদুর রহমান প্রমুখ।
কয়রা থানার উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মাস্টার আব্দুর রাজ্জাক, মাওলানা ইশতিয়াক উদ্দিন, ডাঃ নুরুল ইসলাম, মাওলানা ইমান আলী, হাজী ইয়াকুব আলী, হোসেন আলী সরদার প্রমুখ।
পাইকগাছা থানার উদ্যোগে স্থানীয় বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মাওলানা কবিরুল ইসলাম, মাওলানা আব্দুল কাদির, মাওলানা ইমতিয়াজ উদ্দিন, মাওলানা হুমায়ুন কবীর, এডভোকেট মোর্ত্তজা জামান রুলু, মাওলানা আমিনুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
রূপসা থানার উদ্যোগে স্থানীয় বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মাওলানা মিজানুর রহমান, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা খলিলুর রহমান প্রমুখ।
ডুমুরিয়া থানার উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মাওলানা শামছুর রহমান, মাওলানা গাউছুল আযম, মাওলানা আব্দুল মান্নান, জাহিদুল ইসলাম প্রমুখ।
বরিশাল : গতকাল বাদ জুমা বরিশালের ‘‘জাগ্রত তৌহিদী জনতা- নাস্তিক আইনমন্ত্রীর পদত্যাগ চাই’’ ব্যানার নিয়ে কশাই মসজিদ সম্মুখ দিয়ে একটি বিরাট মিছিল ফজলুল হক এভিনিউ ও সদর রোড দিয়ে অশ্বিনী কুমার টাউন হল সম্মুখে এসে শেষ হয়। এ সময় জনতার পক্ষে মাওলানা আমান উল্লাহ কাজী বক্তব্য রাখেন। ব্যানারে আরো লেখা ছিল- ‘‘ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াও’’।
মাওনানা আমান উল্লাহ কাজী বক্তৃতাকালে বলেন, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার নামে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করতে চায় সরকার। তাই আইনমন্ত্রীকে আর এগুতে দেয়া সম্ভব নয়। তিনি অবিলম্বে আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। বিভিন্ন মসজিদ থেকে জুম্মার নামায শেষেই শত শত মুসুল্লী মিছিলে যোগদান করেন।
রংপুর: আইনমন্ত্রীর অন্যায় এবং অবাঞ্ছিত বক্তব্যের প্রতিবাদে গতকাল বাদ জুমা রংপুর শহরের বিভিন্ন মসজিদ থেকে বিপুল সংখ্যক তৌহিদী জনতা স্বতঃস্ফূর্ত বিক্ষোভ মিছিল বের করে। জুমার নামায শেষে মুসুল্লীবৃন্দ আইনমন্ত্রী কর্তৃক ধর্মীয় রাজনীতি নিষিদ্ধের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রদান এবং ধর্মহীন শিক্ষানীতি জাতির কাঁধে চাপিয়ে দেয়ার প্রতিবাদে শ্লোগান দিয়ে রংপুর শহরের পৌরসভা এলাকা, সদর হাসপাতাল, সুপার মার্কেট, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, শাপলা চত্বর, গ্রান্ড হোটেল মোড়, মডার্ন মোড়, আশরত পূর্ব পাকের মোড়, মাহিগঞ্জ, সাতমাথাসহ বিভিন্ন এলাকায় খন্ড খন্ড বিক্ষোভ মিছিল বের হয়।
কক্সবাজার : আইনমন্ত্রীর ধর্মীয় ও ইসলাম বিদ্বেষী বক্তব্যের প্রতিবাদ জানিয়ে গতকাল কক্সবাজারে ইসলামী জনতা'র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শহরের বাজারঘাটা থেকে মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট চত্বরে বিশিষ্ট ব্যবসায়ী ফরিদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বড়বাজার মসজিদের খতিব মাওলানা কামাল উদ্দিন, মাঝেরঘাট মসজিদের খতিব মাওলানা শফিউল হক জিহাদী, খানেকাহ মসজিদের খতিব মাওলানা সৈয়দ আলম, লালদিঘী মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবক মমতাজুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ, মাওলানা মুহাম্মদ মহসিন, কামরুল হাসান প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মিছিলে সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।
পটুয়াখালী সংবাদদাতা : ‘ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করা হবে' আইন মন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পটুয়াখালী সচেতন মুসল্লী কমিটি। গতকাল জুমাবাদ বড় জামে মসজিদ থেকে একটি বিশাল মিছিল বের হয়ে সদর রোড, এসডিও রোড ও মহিলা কলেজ রোড হয়ে পৌরসভা চত্বরে মিছিলটি শেষ হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কমিটির আহবায়ক মাওলানা এম এ ছালাম খান।
কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা : ‘ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ হবে' বলে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ যে ঘোষণা দিয়েছেন কাপাসিয়া উপজেলার সর্বত্র এর নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। ক্ষুব্ধ হয়ে উঠছেন মুসল্লিরা। গতকাল বাদজুমা উপজেলার সম্মানিয়া, দুর্গাপুর, চাঁদপুর, ঘাঘটিয়াসহ বিভিন্ন ইউনিয়নের মসজিদে মসজিদে মুসল্লিরা প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন। ষাটকুড়ি বাজার জামে মসজিদের মুসল্লিরা জুমা নামাযের পর পর বিক্ষোভ মিছিল নিয়ে গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মেহেরপুর সংবাদদাতা : ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের প্রতিবাদে এবং আইনমন্ত্রী শফিক আহম্মদের পদত্যাগের দাবিতে শুক্রবার বাদ জুম'আ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুরের তৌহিদী জনতা। মেহেরপুর গড় মসজিদ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে মসজিদে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা ডা. রবিউল ইসলাম, জারজিস হুসাইন, নাজমুল হুদা প্রমুখ।
ঠাকুরগাঁও : আইনমন্ত্রীর ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা সংক্রান্ত বক্তব্যের প্রতিবাদে গতকাল বাদ জুমা সাধারণ মুসল্লিদের একটি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল ঠাকুরগাঁও জেলা সদরের চৌরাস্তা হতে শুরু হয়। মিছিলটি ঠাকুরগাঁও-এর গুরুত্বপূর্ণ রাস্তাসমূহ প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ড চত্বরে এসে মিলিত হয়। সমাবেশে মুসল্লিদের পক্ষ হতে বক্তব্য রাখেন মো. মিজানুর রহমান, ইসমাঈল হোসেন ও আব্দুল করিম প্রমুখ।
কিশোরগঞ্জ সংবাদদাতা : ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের বক্তব্যের প্রতিবাদে গতকাল কিশোরগঞ্জ শহরে ইসলামী জনতার উদ্যোগে এক বিরাট বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সর্বস্তরের জনতার স্বতস্ফূর্ত মিছিলটি কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক শহীদী মসজিদ চত্বর থেকে শুরু হয়ে গৌরাঙ্গ বাজার, স্টেশন রোড, কালীবাড়ী রোড, আখড়া বাজার, ঈশাখাঁ রোড হয়ে বড়বাজার মোড়ে এসে শেষ হয়। আইনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে ধর্মভিত্তিক রাজনীতির সহায়ক পরিবেশ সৃষ্টির আহবান জানিয়ে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মু. হাবীবুর রহমান, মাওলানা আব্দুল হক, মো. মাহমুবুর রহমান, মাস্টার আবদুল কুদ্দুস প্রমুখ।
জয়পুরহাট সংবাদদাতা : আইনমন্ত্রীর ধর্মীয় রাজনৈতিক দল নিষিদ্ধ করা সংক্রান্ত বক্তব্যের প্রতিবাদে জয়পুরহাটে সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে জুমার নামায শেষে কেন্দ্রীয় মসজিদ চত্বর হতে এক বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। জুমার নামায শেষে শহরের বিভিন্ন মসজিদ হতে মুসল্লিরা পৃথক পৃথক মিছিল নিয়ে এসে কেন্দ্রীয় মসজিদ চত্বরে সমবেত হন এবং তারা আইনমন্ত্রীর অবাঞ্চিত ও অন্যায় বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মুসল্লিদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা শামসুল ইসলাম, আব্দুল আজিজ প্%
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




