গত ২১ জুলাই রাজধানীতে ফেরদৌসী আক্তার লাভলী (২৮) নামে এক ব্যাংক কর্মকর্তা চিকিৎসকদের ভুল চিকিৎসায় মৃত্যুবরন করেন। অসুস্থ অবস্থায় ধানমণ্ডির মেডিনোভা মেডিকেল হাসপাতালে চিকিৎসকরা তাকে ভুল চিকিৎসা প্রদানের পর তার অবস্থার অবনতি হয়। পরবর্তীতে তাকে ধানমন্ডিনস্থ রেঁনেসা হাসপাতালে ভর্তি করানোর পর তার মৃত্যু হয়। এ ধরনের মৃত্যু প্রতিনিয়ত হচ্ছে। মৃত্যুর পর কিছু দিন এ নিয়ে আলোচনা পর্যালোচনা হয় কিছুদিনের মধ্যে আমরা তা ভূলে অন্য আলোচনায় মুখরিত হই। হাসপাতালগুলো শুরু করে তাদের খেয়াল খুশিমত তাদের কার্যক্রম। কিন্তু এ থেকে কার তি হয় আর কে লাভবান হয়? যে পরিবার তার সজন হারান সেই পরিবারের তি পূরন করব কিভাবে?
বেসরকারী হাসপাতালগুলো মানুষের রোগ ও চিকিৎসা নিয়ে বানিজ্য শুরু করেছে। হাসপাতালগুলো তারা তাদের ব্যবসায় মানুষের শরীরকে পন্য হিসাবে ব্যবহার করছে। সেবা দেওয়ার েেত্র তারা এ থেকে লাভ তির হিসাব করে। আর্থিকভাবে হাসপাতালগুলো লাভবান হলেও আর্থিক, শারীরীক ও সজন হারানোর মত তির স্বীকার হচ্ছি আমরা, আমাদের মত সাধারন মানুষ। কিন্তু এই হাসপাতালগুলো কি সেবা দানকারী প্রতিষ্ঠান না ব্যবসা প্রতিষ্ঠান? এ সকল ব্যবসা প্রতিষ্ঠান থেকে রা পেতে আমাদের সচেতনতার পাশাপাশি সরকারকে দায়িত্ব নিতে হবে। সরকারের সাংবিধানিক দায়িত্ব এ সকল অর্থলোভী, অনৈতিক ব্যবসায়িদের হাত থেকে দেশের মানুষকে রা করা। ভুল চিকিৎসা ও চিকিৎসার অবহেলার কারনে সরকারের প থেকে তাদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।
সরকারী হাসপাতালের কথা উঠলেই সেবার মান, ব্যবস্থাপনা, ডাক্তারদের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন উঠে। অথচ আমরা কি বেসরকারী হাসপাতালের সেবার মান, ব্যবস্থাপনা, ডাক্তারদের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তুলি? অথচ এ সকল হাসপাতালে একটু ভাল চিকিৎসার আশায় বেশী টাকা খরচ করে ভর্তি হই এবং ফলাফলে তাদের ব্যবসা থেকে আমরা আর্থিক তি, ভুল চিকিৎসাসহ মৃত্যুর সম্মুখিন হচ্ছি। সরকারী হাসপাতালগুলোতেও যে অঘটন ঘটে না তা না। তাবে পরিসংখ্যান দেখলে দেখা যাবে সকল সুবিধা থেকে বঞ্চিত এই সরকারী হাসপাতালগুলোর অঘটনের সংখ্যা অনেক কম। সরকারী হাসপাতালের তুলনায় বেসরকারি হাসপাতালগুলোতে অধিক পরিমানে বিনোয়গসহ সকল সুবিধা নিশ্চিত করা হলেও কম খরচে, ভাল সেবা পাবার ক্ষত্রে সরকারি হাসপাতালগুলোই এগিয়ে। সরকারসহ উপরতলার মানুষদের থেকে বেসরকারি হাসপাতালের মত সুবিধা পেলে সরকারি হাসপাতালগুলোর সেবার মান আরও বাড়ানো সম্ভব হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


