ওই হালারে পেরসিডেন্ট বানাইল কিয়ের লিগা? +১৮ (মুনশীর টেলিস্কোপ)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ওই হালারে প্রেসিডেন্ট কিয়ের লিগা বানাইল ফ্রান্সের পাবলিক। ইট্টু সহ্য করবার পারল না! ব্রুনি বেডিডার লগে প্রেম কইরা এক মাস পার না হইতেই পেরেগনেন্ট কইরা দিল!হারামজাদা কি মনে করছে! অহনে কইতাছে তরাতরি বিয়া কইরা ফালাইব! আরে বেডা বিয়া করনের বাদের কাম ত তুই আগেই কইরা ফালাইলি! তয় আর বিয়ার কতা কইতাছস ক্যা?
কি জানি হের নাম? হ পাইছি- নিকোলাস সারকোজি। আর ওই মাইয়াডার নাম কারলা ব্রুনি। হের বয়স ৫২, গারাল ফেরেন্ড ব্রুনির বয়স ৪০। বাপরে বাপ! এই বয়সে দুনু জনের টিন এজ থিকাও জোশিলা প্রেম! পত্রিকার মাইনসে কইল, হাই পরোফাইলের প্রেমিক প্রেমিকা অরা। একজন দেশের প্রেসিডেন্ট আরেকজন সুপার মডেল।
তয় হালা পেরসিডেন্ট তোমারে আমাগো গেরামের মাইনসে পাইলে বড় মজা হইত! ইমুন বয়সে প্রেম কইরা পেরেগনেন্ট করনের মজা ভালা কইরা কড়ায় গন্ডায় বুঝাইয়া দিত! তুমার চৌদ্দ গুষ্টির কেউ প্রেম করনের কতা কইত না। আমাগো টিন এজ পোলাপান হের থিকা শতগুনে ভালা। প্রেম করব বছরের পর বছর ধইরা। পুকুর পারের কুনার মইদ্দে নিরলে আইয়া বেজির মতন উঁকি দিয়া ট্রাই মারব ইট্টু হের প্রেমিকারে দেহা যায় কি না! আধা কিলোমিটার দূরে থিকা ইট্টু দেহা পাইলেই হইল। পরান শান্ত হয়া যায়!
তয় শহরের পোলামাইয়ারা ইট্টু কাছাকাছি হইবার পারে। ইট্টু হাত ধইরা আঙুল নিয়া খেলে; ইট্টু একজনে আরেকজনের গালচাবা হাতাইয়া দেয়; ইট্টু নাক টাইন্না দেয় ইট্টু চিবুকে ছোঁয়া দিয়া বুইজ্যা লয় নরম আছে নিহি! ব্যাস এর চেয়ে বেশি আগে বাড়ে না। দুইডা চাইরটা অতিদুষ্টার কতা বাদ দিলাম। আমাগো বেশির ভাগ পোলামাইয়ারা, তওবা তওবা স্বপ্নেও বিয়া করনের আগে পেরেগনেন্ট করনের চিন্তা করে না। তয় আমাগো এরশাদ সাবের কতা অহনে নাই বা কইলাম। যাউগ্গা
বইয়া বইয়া ভাবতাছি, ওই ফারানসের প্রেসিডেন্ট হালায় পেলাসটিক বেভার করলো না ক্যা? পেলাসটিকের বেলুন বেভার করতো যদি পেরেগনেন্ট ঝামেলা থিকা বাইচা যাইত। অহনে বাকিরা গুল্লি মারেন তার ফারাস্ট লেডি বউ সিসিলিয়া হেরে সাত ঘাটের পানি খাওয়াইয়া ছাড়ব! হেই বেডি লন্ডনের মিরর পত্রিকারে কইছে, সারকোজি প্রেমিক না, মতলব আলী। হালা পেরসিডেন্ট অহনে বুঝবা ঠেলা কারে কয়!
৪টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
=হিংসা যে পুষো মনে=

হাদী হাদী করে সবাই- ভালোবাসে হাদীরে,
হিংসায় পুড়ো - কোন গাধা গাধিরে,
জ্বলে পুড়ে ছাই হও, বল হাদী কেডা রে,
হাদী ছিল যোদ্ধা, সাহসী বেডা রে।
কত কও বদনাম, হাদী নাকি জঙ্গি,
ভেংচিয়ে রাগ মুখে,... ...বাকিটুকু পড়ুন
গণমাধ্যম আক্রমণ: হাটে হাঁড়ি ভেঙে দিলেন নূরুল কবীর ও নাহিদ ইসলাম !

জুলাই গণঅভ্যুত্থানের রক্তস্নাত পথ পেরিয়ে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সাম্প্রতিক মব ভায়োলেন্স এবং গণমাধ্যমের ওপর আক্রমণ সেই স্বপ্নকে এক গভীর সংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। নিউ এজ... ...বাকিটুকু পড়ুন
রিকশাওয়ালাদের দেশে রাজনীতি
রিকশাওয়ালাদের দেশে রাজনীতি
সবাই যখন ওসমান হাদিকে নিয়ে রিকশাওয়ালাদের মহাকাব্য শেয়ার করছে, তখন ভাবলাম—আমার অভিজ্ঞতাটাও দলিল হিসেবে রেখে যাই। ভবিষ্যতে কেউ যদি জানতে চায়, এই দেশটা কীভাবে চলে—তখন কাজে লাগবে।
রিকশায়... ...বাকিটুকু পড়ুন
বিএনপিকেই নির্ধারণ করতে হবে তারা কোন পথে হাটবে?

অতি সাম্প্রতিক সময়ে তারেক রহমানের বক্তব্য ও বিএনপির অন্যান্য নেতাদের বক্তব্যের মধ্যে ইদানীং আওয়ামীসুরের অনুরণন পরিলক্ষিত হচ্ছে। বিএনপি এখন জামাতের মধ্যে ৭১ এর অপকর্ম খুঁজে পাচ্ছে! বিএনপি যখন জোট... ...বাকিটুকু পড়ুন
ভারতীয় আগ্রাসনবিরোধী বিপ্লবীর মৃত্যু নেই

শরিফ ওসমান হাদি। তার হাদির অবশ্য মৃত্যুভয় ছিল না। তিনি বিভিন্ন সভা-সমাবেশ, আলোচনা ও সাক্ষাৎকারে বক্তব্য দিতে গিয়ে তিনি অনেকবার তার অস্বাভাবিক মৃত্যুর কথা বলেছেন। আওয়ামী ফ্যাসিবাদ ও ভারতবিরোধী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।