কিছু কিছু কথা থাকে বলা যায় না
এমন কিছু স্রিতি থাকে
যা কখনো ভোলা যায়না।
আমার এই হৃদয় মাঝে
কখন কবে
এসেছিলে তুমি
একাকী
নিরবে।
যখন তুমি আমার পাশে ছিলে
তোমাকে পাওয়া আমার কাছে
এই কবিতা লেখার চেয়ে অনেক সহজ ছিল
তখন আমি তোমাকে চাইনি
তোমাকে এড়াতে চেয়েছি
আর এখন
দেখো তোমার জন্য আমি কবিতা লিখছি।
একদিন তোমার ভালবা্সা ফিরিয়ে দিয়ে আমি
নিজেকে নিয়ে গর্ব করেছি
আজ সেই ফিরিয়ে দেয়ার গর্ব বেদনার
নীল বিষ হয়ে আমাকে আকড়ে ধরেছে
আমি এখন তোমার ভালবাসার কাংগাল
তোমার ভালবাসা চাই।
একদিন তুমি বুকের কাছে ছিলে
সুধু হাত বাড়ালেই তুমি আমার হতে
হাত বাড়াইনি
তোমার বাড়ানো হাত ফিরিয়ে দিয়ে
আজ আমার বুকে শুন্যতা
সাহাড়া হয়ে কান্নার মতো বাজে
আর জানো
আজ আমি
এখনও বড় একা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




