দিনের শেষভাগে যখন সুর্য ডুবে যায়
তখন ঝুপ করে নেমে আসে সন্ধ্যা।
মসজিদে মসজিদে ভেসে আসে মাগরিবের আযান
নামাজ পরার জন্য মন অধির হয়ে
মসযিদে যেতে চায়
আল্লাহু আকবার আল্লাহু আকবার তাকবীর ধনি
সুমধর কি সুন্দর কথা কি সুন্দর সুর
সব মুমিন সব মুত্তাকি এখন মসজিদে
আমিও সেখানে যাবো কে বাধা দেয়।
সাধ্য কার আমাকে আটকায়
তুমিও ভাই এসো এই আলোর জগতে
আর কতকাল থাকবে অন্ধকারে আলোহিন হয়ে
ইসলাম মানে শান্তি ইসলাম ইসলাম আনে পবিত্র জীবন
সুন্দর জীবনে এসো তুমি
এ জীবন সবারি দরকার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



