আমাদের মন্ত্রী-এমপিরা ক্ষমতায় গেলেই খালি খাই খাই করে।কোন কিছুই তাহাদের আটকাইতে পারেনা।তাহাদের বিরুদ্ধে মামলা করিতে করিতে দুদকের কারো চুল ঝরিয়া পড়িতেছে, কারো চুল ধবধবে সাদা হইয়া যাইতেছে।
আর ভাল লাগিতেছেনা।তাই নির্বাচনের অগ্রে আমার একখানা অবান্তর প্রস্তাব।আপনারা বিবেচনা করিবেন!
আমরা মানে সাধারণ জনগণ প্রতি মাসে সরকারি কোন একাউন্টে ২টাকা করিয়া চান্দা দিতে পারি।এর থেকে ১.৫০টাকা স্থানীয় মন্ত্রী বা এমপিকে
এবং .৫০টাকা প্রধানমন্ত্রীকে দেওয়া হইবে।যাহাতে তাহারা অতিরিক্ত টাকার জন্য কষ্ট করিয়া দূর্নীতিতে না জড়াইয়া পড়েন।
২টাকা আমাদিগের কাছে কিছুইনা একজন ভিক্ষুকও হাসিয়া-খেলিয়া দিতে পারিবে।কিন্তু উনাদের কাছে অনেক!
তাহারা এমনিতেই আমাদের(জনগণের) টাকা দিয়াই বাঁচিয়া আছেন।নাহয় এবার আমরাই যাচিয়া-পড়িয়া দিলাম।
এতে যদি দূর্নীতি বন্ধ হয়...............................
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০০৮ রাত ৩:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




