বেশ দ্রুত এগিয়েছি, যদিও এটা প্ল্যান করে করা হয়নি। মোটমাট ৮৫ মাইল পথ পাড়ি দিয়েছি আজ। প্ল্যান ছিলো ৫৫ মাইল যাব আজ, কিন্তু সকাল বেলার বৃষ্টি এবং বজ্রপাত দেখে খুশি হয়ে গিয়েছি (একটা কারণ খুঁজে বের করা আরকি দেরি করার!)। আমার ঘড়ির অ্যালার্ম ঠিক ৫টার সময় বেজে উঠেছে, সেই মোতাবেক ঘুম থেকে ওঠা, কিন্তু ভুলেই গেছি গতকাল আমরা পুবে চলে এসেছি; যেখানে ঘড়ির কাটা থেকে আমরা এক ঘন্টা পিছিয়ে। যাই হোক দেরী করে যাত্রা শুরু করা হলেও খারাপ হয়নি যতক্ষন রাস্তা ভালো ছিলো। চালানোর ১৫ মাইল পড়েই আমরা একটা বিকল্প রাস্তার সাইন দেখে সেদিক দিয়ে রওয়ানা হই। কিছুক্ষন পর আমরা আবিস্কার করি আমরা উত্তরের পথে রওয়ানা করেছি! তারপর থেমে একটু হিসাব করতেই দেখা গেল আমাদের আরো ১৮ মাইল পথ বেশী পাড়ি দিতে হবে নোবেলসভিল যাবার জন্য। উত্তর-পুবে রওয়ানা হবার ফলে আমাদের যে সময়ক্ষেপণ হলো তাতে আমাদের গন্তব্যপথ বেড়ে গেল। ৮৫.৪ মাইল পথ সাইকেল চালিয়ে এখন আছি এন্ডারসন, ইন্ডিয়ানায়। সুন্দর শহর এবং এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে সুন্দর রাস্তা। পথের দুধারে গাছের সমারোহ, সবুজের আবাহনে নিমন্ত্রণ করছিলো। কিন্তু মোটেলের ওয়াইফাই এবং অন্যান্য সার্ভিস বেশ খারাপ, রুমটাও বাজে। এখন পর্যন্ত সবচেয়ে খারাপ সার্ভিসের মোটেলে আছি। ৩ ঘন্টা নষ্ট হলো কেবল ওয়াইফাই এর জন্য, ভাবা যায়! . . . . . . মোটেল ৬, এন্ডারসন, ইন্ডিয়ানা।
আগের পর্ব
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১২ ভোর ৫:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





