somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দক্ষিণ এশিয়ায় জলবিদ্যুৎ গ্রিড গঠনের যৌক্তিকতা

১৮ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দক্ষিণ এশিয়ায় জলবিদ্যুৎ শক্তি ব্যবহার করে একটি আঞ্চলিক গ্রিড গড়ে তোলার প্রস্তাব ক্রমেই আলোচনার কেন্দ্রে উঠে আসছে। সদ্য সমাপ্ত কপ-২৯ জলবায়ু সম্মেলনে আমাদের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সমন্বিত গ্রিড বা ‘দক্ষিণ এশিয়া গ্রিড’ তৈরির আহবান জানিয়েছেন। তার উপস্থাপনটি অভূতপূর্ব এবং যৌক্তিক বলা যেতে পারে।

দক্ষিণ এশিয়া একটি অত্যন্ত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় অঞ্চল। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক সর্ম্পক এবং সহযোগিতার অভাব অনেক সময় উন্নয়নকে বাধাগ্রস্ত করে। তবে জলবিদ্যুৎ শক্তি একটি সম্ভাব্য ক্ষেত্র, যেখানে আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে বৃহত্তর সুবিধা লাভ করা সম্ভব। ভারত, নেপাল ও ভুটান, যাদের পাহাড়ি অঞ্চলে ব্যাপক জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে, তাদের শক্তি উৎপাদন পুরোপুরি বাস্তাবায়ন অন্য দেশগুলোর সহযোগিতা ছাড়া সম্ভব নয়। বাংলাদেশর ভূ-রাজনৈতিক অবস্থান এবং এই অঞ্চলের জলসম্পদের ব্যবহারকে যদি প্রাধান্য দেওয়া হয়, তবে এটা প্রতীয়মান হতে পারে যে, দক্ষিণ এশিয়া একটি জলবিদ্যুৎ গ্রিড গঠনের জন্য উপযুক্ত এবং যৌক্তিক সময়ে পৌঁছেছে।

দক্ষিণ এশিয়ার বিদ্যুৎ চাহিদা ও উৎসের বৈষম

দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ চাহিদা দ্রুত বাড়ছে। তবে এই অঞ্চলে বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের ক্ষেত্রে বড় বৈষম্য রয়েছে। উদাহরণস্বরূপ, নেপাল এবং ভুটানে প্রাকৃতিকভাবে জলবিদ্যুৎ উৎপাদনের বিপুল সম্ভাবনা থাকলেও, তারা তাদের দেশের চাহিদার বেশি উৎপাদন করতে পারছে না। অন্যদিকে, ভারত এবং বাংলাদেশ বিদ্যুতের বড় ভোক্তা, কিন্তু তাদের নিজস্ব জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা সীমিত। এক্ষেত্রে, জলবিদ্যুৎ শক্তি একটি উপযুক্ত বিকল্প হতে পারে, যেখানে উজানের দেশ নেপাল এবং ভুটান তাদের সম্পদ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করবে এবং বাংলাদেশ, ভারতসহ অন্যান্য দেশগুলো এই বিদ্যুৎ ব্যবহার করতে পারবে আমদানির মাধ্যমে।

আঞ্চলিক সহযোগিতা এবং সাশ্রয়ী জলবিদ্যুতের ব্যবহার

দক্ষিণ এশিয়ার জলবিদ্যুৎ সম্ভাবনাকে একত্রিত করার মাধ্যমে একটি আঞ্চলিক গ্রিড গঠন করা সম্ভব, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সাশ্রয়ী জলবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করতে পারে। বর্তমানে, জলবিদ্যুৎ উৎপাদনে নানা সীমাবদ্ধতার কারণে অনেক দেশ তাদের সম্ভাবনার পূর্ণ ব্যবহার করতে পারছে না। একদিকে নেপাল ও ভুটান তাদের বিপুল জলবিদ্যুৎ সম্ভাবনা সঠিকভাবে ব্যবহার করতে পারছে না, অন্যদিকে ভারত এবং বাংলাদেশে প্রয়োজনের তুলনায় জলবিদ্যুৎ উৎপাদনে সীমাবদ্ধতা রয়েছে।

উপরন্তু, জলবিদ্যুৎ এক ধরনের ‘সবুজ জ্বালানি’ এবং এর পরিবেশগত ক্ষতি অন্যান্য জ্বালানির উৎসের তুলনায় অনেক কম। তাই দক্ষিণ এশিয়ায় একটি জলবিদ্যুৎ গ্রিড তৈরি হলে শুধু জ্বালানি সংকটেরই সমাধান হবে না বরং এটি একটি টেকসই সমাধানে পরিণত হবে।

অর্থনৈতিক লাভ এবং আঞ্চলিক ঐক্য

দক্ষিণ এশিয়ায় জলবিদ্যুৎ গ্রিড তৈরি হলে, এটি আঞ্চলিক অর্থনীতিকে শক্তিশালী করবে। জলবিদ্যুৎ সরবরাহের জন্য ট্রানজিট ফি এবং অন্যান্য অর্থনৈতিক সুবিধা বাংলাদেশসহ অন্যান্য দেশগুলোর জন্য একটি বড় সুযোগ হয়ে উঠবে। উদাহরণস্বরূপ, বাংলাদেশসহ যে দেশের ভূখণ্ডের মধ্য দিয়ে অন্য দেশের জলবিদ্যুৎ গ্রিড চলাচল করবে, ওই দেশটি ট্রানজিট ফি আদায় করতে পারবে, যা দেশের অর্থনীতির জন্য লাভজনক হবে। আমরা বহুল আলোচিত নর্ডস্ট্রিমের উদাহরণ দিতে পারি। এছাড়া, একটি শক্তিশালী আঞ্চলিক গ্রিড আঞ্চলিক ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি করবে, যা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা এবং শান্তির পথে সহায়ক হবে। দেশগুলোর মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সহজ হবে।

আন্তর্জাতিক আইন এবং ন্যায্য ব্যবহারের দাবি

বাংলাদেশের ভূখণ্ড দিয়ে বিশ্ববিখ্যাত তিনটি নদী— গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা প্রবাহিত এবং এর পানি ব্যবহারে ন্যায্য অধিকারী। আন্তর্জাতিক আইন যেমন ‘হেলসিংকি রুলস’ (১৯৬৬) এবং ‘জাতিসংঘের জলস্রোত কনভেনশন’ (UN Watercourses Convention1997) বলছে যে, একটি নদী বা পানিসম্পদের ওপরে বিভিন্ন দেশের অধিকার থাকতে পারে, তবে প্রতিটি দেশকেই ‘ন্যায্য এবং সঙ্গতভাবে’ পানিসম্পদের ব্যবহার নিশ্চিত করতে হবে।

এই আইন অনুযায়ী, বাংলাদেশ এই পানিসম্পদের ন্যায্য অংশীদার হতে পারে এবং তার অংশে উৎপাদিত জলবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ চাহিদা পূরণ করতে পারে। অন্যদিকে, বাংলাদেশের ভূখণ্ডে প্রবাহিত এসব নদীর পানি অন্যান্য দেশের জলের ব্যবহারকে প্রভাবিত করতে পারে, তাই দক্ষিণ এশিয়ার জলবিদ্যুৎ গ্রিড গঠন একটি আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখানোর একটি উপায় হতে পারে।

বাংলাদেশের ভূ-রাজনৈতিক ভূমিকা

বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক অবস্থানে রয়েছে, কারণ দেশের নদীগুলোর প্রবাহ আসছে প্রতিবেশী দেশগুলোর মধ্য দিয়ে। এই কারণে, বাংলাদেশের অংশগ্রহণ ছাড়া দক্ষিণ এশিয়া অঞ্চলের জলবিদ্যুৎ সম্ভাবনা পুরোপুরি বান্তবায়ন করা হয়তো সম্ভব নয়।

দেশগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্যের অনুপস্থিতি এই মহান উদ্যোগের অন্তরায় হতে পারে। আন্তঃদেশীয় নদীগুলো কোনো একটি দেশকে বেশি সুবিধা দিতে বাধ্য। যদি না দেশগুলোর মধ্যে সমঝোতা এবং দ্বিপক্ষীয় উন্নয়ননীতি অভিন্ন না হয়। এর ফলে উজানের দেশগুলো তুলনামূলকভাবে বেশি সুফল পাবে বা পেতে পারে। আবার ভাটি অঞ্চল ওই একই নদীকেন্দ্রিক সমস্যাগুলোর সম্মুখীন হতে পারে।

ট্রান্সবাউন্ডারি নদী নিয়ে আমাদের আলোচনা, পর্যালোচনা কেবল পানিবন্টনে সীমাবদ্ধ থাকা যৌক্তিক নয়। যদিও সুষম পানি বন্টন অন্যতম প্রধান ইস্যু। তদুপরি, নদীবিধৌত অর্থনীতি, পরিবেশ দূষণের মতো অতিগুরুত্বপূর্ণ বিষয়গুলো উপেক্ষিত রয়ে যায় বা গেছে। দক্ষিণ এশিয়ার জলবিদ্যুৎ গ্রিড গঠন শুধু বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি আঞ্চলিক সহযোগিতা, পরিবেশগত সুরক্ষা, অর্থনৈতিক উন্নতি এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখানোর একটি কার্যকর পদক্ষেপ হতে পারে। জলবিদ্যুৎ শক্তি ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে, যার ভূ-রাজনৈতিক অবস্থান এবং জলসম্পদের প্রতি ন্যায্য অধিকার নিশ্চিত করতে দক্ষিণ এশিয়ায় একটি শক্তিশালী গ্রিড গঠন অপরিহার্য। শুধু বিদ্যুতের জন্য নয়, বরং এটি হবে সুষম উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রতীক।

বিডিনিউজ২৪ ডট কম এ প্রকাশিত। view this link



সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:১৪
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসনাতের বয়ানে সেনাবাহিনীর প্রস্তাব নিয়ে উত্তপ্ত রাজনীতি, সেনা সদরের অস্বীকার

লিখেছেন নতুন নকিব, ২৪ শে মার্চ, ২০২৫ দুপুর ১:০১

হাসনাতের বয়ানে সেনাবাহিনীর প্রস্তাব নিয়ে উত্তপ্ত রাজনীতি, সেনা সদরের অস্বীকার

ছবি: অন্তর্জাল থেকে সংগৃহিত।

জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ সম্প্রতি দাবি করেছেন যে, সেনাবাহিনী আওয়ামী লীগের একটি 'সংশোধিত' অংশকে রাজনৈতিকভাবে... ...বাকিটুকু পড়ুন

তবু তো ফাল্গুন রাতে এ গানের বেদনাতে আঁখি তব ছলছলো....আমার দুঃখভোলা গানগুলিরে ......

লিখেছেন ইন্দ্রনীলা, ২৪ শে মার্চ, ২০২৫ বিকাল ৩:০৫



মাঝে মাঝে আমার বুকের গহীনে এক ব্যথার নদী উথলে ওঠে। উথাল পাথাল ঢেউগুলো পাড়ে এসে আছড়ে পড়ে। উত্তাল বেগে ধেয়ে এসে ভেঙ্গে খান খান হয়ে পড়ে বুকের মাঝে... ...বাকিটুকু পড়ুন

"বিস্মৃতি"

লিখেছেন দি এমপেরর, ২৪ শে মার্চ, ২০২৫ বিকাল ৪:৫৫


সে যে আজ কোথা হারিয়ে গিয়েছে, আঁধার ছেয়েছে ঘনঘোর কালো;
চাঁদ নেই তারকারাজিও উধাও, নেই জ্বলে কোথা টিমটিমে আলো!
সে যে জানে শত হৃদয়ের কথা, মায়াজালে ঘেরা হাজার স্মৃতি!
কত... ...বাকিটুকু পড়ুন

মাথা হালকা পোষ্ট!

লিখেছেন শেরজা তপন, ২৪ শে মার্চ, ২০২৫ রাত ৮:০৭

অবিশ্বাস্য হলেও লেকটির অবস্থান খোদ ঢাকায়; কেউ কি এর লোকেশন বলতে পারেন?



কাটা তরমুজের ছবিটা দেবার বিশেষ মাজেজা আছে;
উটিউবে একজন কামেল বুজুর্গান পাকা সূমিষ্ট তরমুজ কেনার... ...বাকিটুকু পড়ুন

এলার্ট : শেখ হাসিনা আজ রাতে বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মার্চ, ২০২৫ রাত ৮:৪৭


বাংলাদেশের মানুষ কল্পনা করতে খুব ভালোবাসে। গুজব ও অপতথ্য শেয়ারে বাংলাদেশের মানুষ প্রথমদিকে থাকবে বলে অনেকের বিশ্বাস । দেশের মানুষের পাঠ্যবই ছাড়া অন্য কোনো বইয়ের প্রতি আগ্রহ নেই। আত্নউন্নয়ন মূলক... ...বাকিটুকু পড়ুন

×