হয়তো আইপিএলই একমাত্র কারণ নয়, তবে ভারতের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আইপিএল এক "ডিল ব্রেকার"—একটা বিরল প্রভাবশালী খেলাধুলা যেটি রাজনৈতিক উত্তেজনার অঙ্ক বদলে দেয়। যুদ্ধ মানে কোটি কোটি ডলারের লোকসান, বিজ্ঞাপনদাতাদের মুখ ফিরিয়ে নেওয়া, আন্তর্জাতিক সম্প্রচার চুক্তি ভেস্তে যাওয়া।
আর ঠিক এই বাস্তব কারণেই হয়তো সীমান্তে গোলাগুলির শব্দ শোনা গেলেও, যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা আর শোনা যায় না।
রাজনৈতিক নেতারা হয়তো যুদ্ধ চান, মিডিয়া উত্তেজনা চায়, কিন্তু বাজার চায় আইপিএল। আর কখনো কখনো, বাজারই সবচেয়ে বড় নিয়ন্ত্রক।
শুধুই ধারনা মাত্র।
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০২৫ সকাল ৮:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




