অর্থনীতি ও বিনিয়োগের জগতে একটি বিখ্যাত গল্প প্রচলিত আছে, যেটি "Shoeshine Boy Indicator" নামে পরিচিত। এটি একটি উপকথার মতো শোনালেও এর ভেতরে লুকিয়ে আছে এক গভীর সত্য—যখন সবাই বিনিয়োগে লাফিয়ে পড়ে, তখনই হয়ত পতনের ঘণ্টা বাজতে শুরু করেছে।
গল্পটি ১৯২৯ সালের আমেরিকার। বলা হয়, সেই সময়ে জোসেফ কেনেডি সিনিয়র—যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ. কেনেডির পিতা এবং একজন সফল ব্যবসায়ী—তার জুতা পালিশ করাচ্ছিলেন। হঠাৎ করে সেই শুচির ছেলে (shoeshine boy) তাকে স্টক মার্কেটে বিনিয়োগের পরামর্শ দেয়। সেই মুহূর্তেই কেনেডি নাকি বুঝতে পারেন, বাজারে এখন এমন মানুষরাও ঢুকে পড়েছে যারা পেশাগতভাবে এর সাথে যুক্ত নয়। এটাই ইঙ্গিত দেয় যে বাজার অতি উত্তেজনাপূর্ণ অবস্থায় পৌঁছে গেছে—একটি বুদবুদের মতো ফুলে উঠেছে যা যেকোনো সময় ফেটে পড়তে পারে।
এই উপলব্ধির পর তিনি তার স্টকগুলো বিক্রি করে বাজার থেকে বেরিয়ে আসেন। কিছুদিন পরেই ঘটে ওয়াল স্ট্রিট ক্র্যাশ—স্টক মার্কেট ধসে পড়ে, হাজারো মানুষ নিঃস্ব হয়ে পড়ে। আর জোসেফ কেনেডি বুদ্ধিমত্তার কারণে সেই ধ্বংসের হাত থেকে বেঁচে যান।
আমরা এখন অনেকেই অনেক ব্যপারে প্রাজ্ঞ। ঠিক শু সাইন বয়ের মতন।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০২৫ সকাল ৮:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




