একটা সময় লোকে বলত, "সঙ্গীত মানুষের আফিম" (music is the opium of the masses) আবার মার্কস সাহেবের মতে
"ধর্ম" (Religion is the opium of the people)। কিন্তু আমাদের বাংলাদেশে, বিশেষ করে গত কয়েক দশকে, ব্যাপারটা একদম অন্যরকম হয়ে গেছে। এখন রাজনীতিই যেন মানুষের নতুন নেশা!
সত্য-মিথ্যা, ন্যায়-অন্যায়, যুক্তি-তর্ক—সবকিছু ছাপিয়ে আমরা এখন শুধু দলীয় পরিচয়ে ভাগ হয়ে যাই। একটা ফুটবল ম্যাচ, কোনো দুর্ঘটনা, ধর্ষণের ঘটনা, এমনকি প্রাকৃতিক দুর্যোগ—সবকিছুই যেন রাজনীতির রঙে রাঙানো। কোনো ঘটনায় কিছু বলতে গেলে আগে জানতে হয়, ব্যাপারটা কোন দলের সঙ্গে জড়িত! কে অভিযোগ করছে, তার চেয়ে বড় কথা—সে কোন দলের?
রাজনীতির এই নেশা এতটাই জাঁকিয়ে বসেছে যে—
আমরা মানুষটাকে দেখি না, দেখি সে কোন দলের।
আমরা ন্যায়বিচার চাই না, চাই প্রতিপক্ষকে পিষে ফেলতে।
আমরা প্রশ্ন করি না, বরং নেতার কথা অন্ধের মতো মেনে নিই।
এ যেন একটা সমাজের ঘোর! নেতার বক্তৃতাই যেন সবকিছু, যুক্তি-বুদ্ধির কোনো দাম নেই।
আফিম যেমন ব্যথা কমায় কিন্তু মাথা খারাপ করে, এই রাজনীতির নেশাও ঠিক তাই। মানুষকে প্রশ্নহীন, চিন্তাহীন আর একে অপরের প্রতি হিংস্র করে তুলছে।
গণতন্ত্র মানে তো ভিন্নমতের পাশাপাশি থাকা, কিন্তু এখন রাজনীতি মানেই শত্রুতা। দল মানেই যেন ধর্মের মতো অন্ধ আনুগত্য। এই ঘোর থেকে যদি আমরা না জাগি, তাহলে ভবিষ্যতের প্রজন্ম শুধু রাজনীতির জন্য নয়, যুক্তি আর চিন্তার জন্যও হাপিত্যেশ করবে।
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০২৫ সকাল ৭:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




