কিছুদিন ধইরা ব্লগের পরিবেশ বেশ ভারী ভারী ঠেকতাছে, আহেন ভাইয়েরা একটু হালকা হই।
ঘটনাস্থল ভোলা। গেরামদ্যাশে তো আবার সন্ধ্যা হইলেই আন্ধার, শহরের মত আ্যত বিজলী বাতির চমক নাই, এট লিস্ট তখনও ছিল না। মাগরিবের নামায মাত্র শ্যাষ হইল, মুসল্লীরা নামায-কালাম সাইরা বাড়ীর পথ ধরছে। এই সময় এক ইঁচরে পাকা পোলা পথের পাশে ঝোপের ধারে আয়েশ কইরা বইছে চামে একটা বিড়ি ধরাইব বইলা। হঠাৎ এক বুইড়ার চোখ পড়ল ঐদিকে বাড়ীর দিকে যাওয়ার পথে। ভয়-ডর একটু বেশী তো, তার উপর আন্ধার রাইত। ভয় কাটাইতে জোরে একটা চিক্কুর দিল, "কেডারে ওইহানে?"
"আঁই মুতি-এ না!", উত্তর আইল।
"ওরে হালার হুত, তুই রাস্তার হাঁশে মুতস, বেহায়া হোলা!"
"আঁই আবার কিচ্চি, আঁই মুতি-এ না!", নিরীহ স্বীকারোক্তি।
এইবার বুড়ার মেজাজ পুরা ফট্টিনাইন, "জাউরার গরের জাউরা, তোরে হাগলে হাইছেনি কোনো, রাস্তার ধারে মুতস!"
"উরি মা, আঁই আবার কিচ্চি? আঁই কলিমুদ্দীর হোলা মুতি-এ না!"
ব্লগের বহুত পাবলিকরে মনে লয় ওই বুড়ার রোগে ধরছে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



