এক কালে কাউরে পচাইতে হইলে পোলাপান গলা ছাইড়া এই গানটা ধরত। প্যারডীটা কার মাথা থাইকা বাইর হইছিল, এখন আর মনে নাই। কারো উপরে মেজাজ খারাপ হইলে হেড়ে গলায় ধরতে পারেন গানটা, মন-মেজাজ ভাল হইলেও হইতে পারে।
গাইতে হইব আ্যাপাচী ইন্ডিয়ানের 'বুম শাকা লাগা'র সুরে। আগেই কইয়া রাখি, গানের কথা কিন্তু শুধুমাত্র প্রাপ্তমনষ্কগো লাইগা, অপ্রাপ্তমনষ্কগো পড়া নিষেধ।
'বগা'র জায়গায় যারে ইচ্ছা বসাইয়া গাইতে পারেন:
উমম.... একদিন বগা গেল কাকার বাড়ি,
কাকা বলে, ও বগা, তোরে পোঙ্গা মারি,
বগা বলে, ও কাকা, তবে পাব যে ব্যাথা,
কাকা বলে, তেল দেব, তবে পাবি না ব্যাথা।
(কোরাস)
বুম শাকা লাগা, বগারে পোঙ্গা মারে কাকা,
বুম শাকা লাগা, বগারে পোঙ্গা মারে কাকা।
........
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



