এক বুইড়া গেছে ডাক্তারের কাছে আলুর গুণাগুণ যাচাই করতে। ডাক্তার হাতে একটা শিশি ধরায়া দিল পরেরদিন স্যাম্পল ভইরা আনার লাইগা। পরেরদিন বুইরা যথারীতি হাজির, কিন্তু হাতে ঐ খালি শিশিই। ডাক্তার তো অবাক।কয়, "আপনেরে না কইলাম ভইরা আনতে, খালি বোতল লয়া আইলেন ক্যা?"
বুইড়া কয়, "চেষ্টা তো বাপ বহুত করলাম, পথথমে টেরাই মারলাম ডাইন হাত দিয়া, কাম হয় না-এরপরে বাম হাত, তাও কিছু না। পরে বউও টেরাই মারল, ডাইন-বাম দুই হাত দিয়াই, বেচারী তো মুখ দিয়াও চেষ্টা করল, লাভ হইল না। পরে পাশের বাড়ীর মাইয়াটারে ডাইকা আনলাম, হেও বহুত কষ্ট করল দুই হাত আর মুখ দিয়া, কিছুই হইল না
ডাক্তার তো হালার টাশকি, "পাশের বাড়ীর মাইয়া আপনের কাছে আইল!"
"হ, তাওতো মিয়া আপনের বালের শিশি খুলবার পারল না।"
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



